কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Powergrid Corporation Limited এর তরফে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। যাঁরা যাঁরা ইঞ্জিনিয়ারিং এর ভিন্ন বিষয়ে ডিপ্লোমা (Diploma in Engineering) করেছেন বিভিন্ন বিভাগে, তাঁরা অবশ্যই আবেদন করুন এই পদের জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন। (Powergrid Recruitment 2023)
নিয়োগ বোর্ড:
Powergrid Corporation Limited
পদের নাম:
Diploma Trainee
i) Electrical
ii) Civil
iii) Electronics
শূন্যপদের সংখ্যা:
425টি
আবশ্যিক যোগ্যতা:
i) Electrical:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power System Engineering/ Power Engineering (Electrical) এ নুন্যতম তিন বছরের পূর্ণ ডিপ্লোমা (Full Time Diploma) থাকতে হবে।
ii) Electronics:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Electronics/Electronics and Communication/Electronics and Telecommunication/Electronics and Electrical Communication/Telecommunication Engine এ পূর্ণ ডিপ্লোমা (Full Time Diploma) করা থাকতে হবে।
iii) Civil:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Civil Engineering এ তিন বছরের Diploma করে থাকতে হবে।
বয়সসীমা:
i) প্রার্থীদের বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (Candidates of Reserved Category) বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।
মাসিক বেতন:
i) Training Period এ প্রার্থীদের 27,500/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) Training সম্পূর্ণ হবার পরে Pay Scale হবে প্রতিমাসে 25,000-3% -1,17,500 (IDA) পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া:
Written Test এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে বিজ্ঞপ্তিতে বলা Format অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে নিজের সমস্ত জরুরি তথ্য (Important Documents) দিয়ে।
iii) আবেদনপত্রটি পূরণ করা হলে জরুরি তথ্যগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করুন এবং আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
iv) এবারে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট (Print Out) বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন।
আবেদন মূল্য:
বিস্তারিতভাবে জানার জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদনের শুরুর তারিখ:
01/09/2023
আবেদনের শেষ তারিখ :
23/09/2023
লিখিত পরীক্ষার তারিখ:
প্রার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে।
অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোডের তারিখ :
পরীক্ষার তারিখের 10 দিন আগে।
নিয়োগ সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh