HomeE365আপনি কি গবেষণা বিষয়ক পড়াশোনা করতে ইচ্ছুক? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, জানুন...

আপনি কি গবেষণা বিষয়ক পড়াশোনা করতে ইচ্ছুক? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত।

স্নাতক ডিগ্রির (Graduation Degree) পড়াশোনার পরবর্তী সময়ে গবেষণা নিয়ে এগোতে চান? চাইছেন পিএইচডি (PhD) করতে? তাহলে এখুনি যোগাযোগ করুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। দেওয়া হবে দারুণ সুযোগ। জানুন বিস্তারিত।

সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত হয়েছে পিএইচডি ডিগ্রিতে (PHD Admission in Burdwan University) ভর্তি হবার বিজ্ঞপ্তি। কোন কোন বিষয়ে ভর্তি নেওয়া হবে? কিবা ভর্তির প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে জেনে নেওয়া যাক।

কোন কোন বিষয়ের জন্য ভর্তি নেওয়া হবে?

ইচ্ছুক প্রার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জৈবপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, আরবি, বাংলা, ব্যবসায় প্রশাসন, ব্যবসায় প্রশাসন, বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, আইন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, গণযোগাযোগ, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজবিজ্ঞান, পর্যটন ব্যবস্থাপনা, উর্দু (Physics, Chemistry, Zoology, Botany, Mathematics, Statistics, Environmental Science, Geography, Biotechnology, Computer Science, Microbiology, Physiology, Arabic, Bengali, Business Administration, Business Administration, Commerce, Economics, Education, English, Hindi, History, Law, Library and Information Science, Mass Communication, Philosophy, Political Science, Sanskrit, Sociology, Tourism Management, Urdu) ইত্যাদি বিষয়ে ভর্তি নেওয়া হবে।

আবেদনের জন্য যোগ্যতা:

উক্ত বিষয়গুলিতে পিএইচডি এর জন্য UGC নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীর। বিস্তারিত জানতে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

আবেদন পদ্ধতি:

  1. আবেদন করা যাবে অনলাইন (Online) পদ্ধতিতে।
  2. আবেদনের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজেদের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে।

আবেদন শুরু:

১ মে, ২০২৪ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

আবেদন শেষ:

আগামী ১৫ মে, ২০২৪ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

Important Link:

Official Website:

www.buruniv.ac.in

ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular