পশ্চিম মেদেনীপুর জেলার ডিএম অফিসের তরফে Paschim Medinipur DM Office Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার শিশু সুরক্ষা দপ্তরে অফিস-ইন-চার্জ পদে নিয়োগ করা হবে।
Paschim Medinipur Child Protection Unit Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিজে হাতে অথবা পোস্ট অফিসের মাধ্যমে ড্রপ বাক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই 30/03/2023 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Paschim Medinipur DCPU Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Office-in-Charge (Residential)
মোট শূন্যপদ-
এখানে 01 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
প্রতি মাসে 33,100/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 30/03/2023
আবেদন শেষ- 24/04/2023
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 27 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
- কমপক্ষে 03 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
- কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ DCPU (District Child Protection Unit) under Social Welfare Section, Office of the District Magistrate, Paschim Medinipur, Pin-721101, W.B.
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 24/04/2023
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here