HomeJob updatesরাজ্যে মাধ্যমিক পাশে বিভিন্ন বিভাগে হেল্পার নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যে মাধ্যমিক পাশে বিভিন্ন বিভাগে হেল্পার নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। নুন্যতম মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে হেল্পার সহ বিভিন্ন পদে। আবেদনের জন্য ভারতীয় নাগরিক (Indian Citizen) হলেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। (Paschim Medinipur DM Office Job Vacancy)

কোন প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে?
Mission Vatsalay প্রকল্পের অধীনে করা হবে এই নিয়োগ।

সমস্ত পদগুলির বিষয়ে নিচে বিস্তারিত জানানো হলো:

Employment No:
334/DCPU/SW

1) পদের নাম:
House Mother (Residential)

মোট শূন্যপদ:
৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক (Higher Secondary) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে আবেদনকারীদের।

মাসিক বেতন:
১৪,৫৬৪/- টাকা।

বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।

2) পদের নাম:
Helper-cum-Night Watchman (Erstwhile Helper) (Residential)

মোট শূন্যপদ:
২ টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীকে মাধ্যমিক (Secondary Exam) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে আবেদনকারীদের।

মাসিক বেতন:
১২,০০০/- টাকা।

বয়সসীমা:
প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

3) পদের নাম:
Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer

মোট শূন্যপদ:
১ টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Social Science অথবা LLB বিষয়ে স্নাতক (Graduated) হতে হবে।
ii) এছাড়াও Govt./ NGO/ Legal Matters ইত্যাদি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে প্রার্থীর।

মাসিক বেতন:
২৩,১৭০/- টাকা।

বয়সসীমা:
প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

4) পদের নাম:
Nurse of SAA (Residential)

মোট শূন্যপদ:
১ টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে মাধ্যমিক (Secondary Exam) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) আবেদনকারীর General Duty Assistant Course করা থাকতে হবে।
iii) Diploma in Nursing অথবা GNM Course করা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন:
১২,০০০/- টাকা।

বয়সসীমা:
প্রার্থীর বয়স নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে সম্পূর্ণ অফলাইনে(Offline)।
ii) প্রার্থীকে নিজের সাম্প্রতিক বায়োডাটা (Biodata) সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Certificate of Educational Qualification) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents) সহ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে (Drop Box) জমা দিতে হবে।

খামের (Envelope) ওপর কী লিখতে হবে?
i) আবেদনপত্র (Application Form) এবং জরুরি নথি ভরা খামের ওপর “Application for the post of _____ for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Medinipur” লেখাটি উল্লেখ করতে হবে।
ii) শূন্যস্থানের জায়গায় যে পদের জন্য আবেদন করছেন সেটি লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
District Child Protection Unit (DCPU) under Social Welfare Section,
Collectorate, PO.- Midnapore,
Dist.- Paschim Medinipur,
Pin.- 721101, West Bengal

নিয়োগ পদ্ধতি:
যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নিয়োগ করা হবে।

Important Links:
Official Notice: Download Now
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular