ভারতের আয়কর দপ্তর (Indian Tax Department) বেশ কয়েকবার বিজ্ঞপ্তি জারি করে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (Adhaar Pan link) করতে অনুরোধ করেছিল প্যান কার্ড গ্রাহকদের। তবে বহু প্যান কার্ড গ্রাহকরা আয়কর দপ্তরের এই বিজ্ঞপ্তিতে কর্ণপাত করেনি।
আয়কর রিটার্ন , বেনামি সম্পত্তি, ভুয়ো ট্যাক্স হোল্ডার ইত্যাদি বিষয়ে নিজেদের সুবিধার জন্য প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ঘোষণা করেছিল ভারতীয় আয়কর দপ্তর। বহুবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার ডেডলাইন দিয়েও তা পিছিয়ে নেওয়া হয়েছে গ্রাহকদের ঔদাসীন্যর কারণে। (Pan Aadhaar Link Last Date Update)
গতবছর অর্থাৎ ২০২২ সালের ৩১ শে মার্চ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার অন্তিম তারিখ ঘোষণা করা হয়েছিল। এবং তখন বলা হয় যে, আধার কার্ডের সাথে প্যান লিংক করতে গেলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে লেট ফাইল হিসেবে। এর আগে অবশ্য বিনামূল্যেই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সুযোগ দিয়েছিল ভারতীয় আয়কর দপ্তর।
বহু গ্রাহক তখনও লিংক না করার জন্য তারিখ পিছিয়ে করা হয় ৩০ শে জুন 2022। তারপর সরকারের পক্ষ থেকে এই বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১ শে মার্চ কে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার অন্তিম তারিখ হিসেবে ঘোষণা করা হয়। এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। এরপর যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন না, তাদের প্যান কার্ড অটোমেটিক বাতিল হয়ে যাবে। তখন প্যান কার্ডের সমস্যা সমাধান করার জন্য ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে গ্রাহকদের।
বর্তমানে প্যান কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ব্যাংকের লেনদেন থেকে শুরু করে সম্পত্তি কেনা,বেচা, ট্যাক্স দেওয়া ইত্যাদি বহু কাজে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো প্যান কার্ড। তাই আশা করি বুঝতেই পারছেন যে , প্যান কার্ড যদি বাতিল হয় তাহলে গ্রাহকদের বহু সমস্যার মুখে পড়তে হবে।
তাহলে জেনে নেওয়া যাক গ্রাহকেরা কোন কোন সমস্যার মুখে পড়বেন যদি তাদের প্যান কার্ড বাতিল হয়ে যায়?
- ১. প্যান কার্ড ছাড়া কোন নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না ব্যাংকে।
- ২. মিউচুয়াল ফান্ডে কোন রকম বিনিয়োগ করতে পারবেন না।
- ৩. নিজস্ব ব্যাংকেও কোনরকম বিনিয়োগ করতে পারবেন না।
- ৪. ব্যাংকের পাসবুক আপডেট করা বা ব্যালেন্স চেক করা ইত্যাদির ক্ষেত্রে অসুবিধা হবে।
- ৫. কোনরকম ফিক্সড ডিপোজিট করা থাকলে সেটি অকেজো হয়ে যাবে।
- ৬. অনলাইন অ্যাপের মাধ্যমে ট্রাকা ট্রান্সফার করতে পারবেন না।
- ৭. আপনি যদি শেয়ারের ব্যবসা করেন সেখানেও অনেক সমস্যার মুখে পড়বেন।
- ৮. সম্পত্তি কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে সমস্যা হবে।
- ৯. কেওয়াইসি করতে সমস্যা দেখা দেবে।
- ১০. যারা বর্তমানে চাকরি করছেন তাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
- ১১. নতুন চাকরিতে যোগ দিতেও সমস্যার মুখে পড়তে হবে গ্রাহকদের।
- ১২. যারা কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন রকম কাজ করেন তাদের কেউ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে।
- ১৩. ইন্সুরেন্স এর কাজে সমস্যা হবে।
- ১৪. নতুন গাড়ি কিনতে গেলে সমস্যায় পড়বেন।
- ১৫. পুরনো গাড়ি বিক্রি করতে গেলেও সমস্যার মুখে পড়বেন। কারণ, আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা না থাকলে পুরনো গাড়ি বিক্রি করতে পারবেন না।
- ১৬. প্যান কার্ড ছাড়া নতুন ক্রেডিট কার্ড করতে পারবেন না।
- ১৭. ড্রাফট এবং চেক সংক্রান্ত কাজে অসুবিধার মুখে পড়বেন।
- ১৮. ৫০০০০ টাকার বেশি পেমেন্ট দিতে এবং নিতে অক্ষম হবেন।
- ১৯. কোনরকম নতুন লোন নিতে পারবেন না।
- ২০. ডিমাট একাউন্ট খুলতে পারবেন না।
- ২১. আপনি যদি কোম্পানি বদলাতে চান সেখানেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে।
- ২২. কোনরকম ট্রাস্ট বা এনজিও রেজিস্টার করতে সমস্যা হবে।
তাই দেরি না করে অতিসত্বর নিকটস্থ সাইবার ক্যাফে গিয়ে এক হাজার টাকা জরিমানা দিয়ে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করান । না হলে আগামী দিনে অনেক সমস্যার মুখে পড়তে হবে আপনাকে।