HomeEducation Newsরাজ্যের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টিতে প্যারা মেডিক্যাল পড়ার সুযোগ। জানুন বিস্তারিত।

রাজ্যের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টিতে প্যারা মেডিক্যাল পড়ার সুযোগ। জানুন বিস্তারিত।

State Medical Faculty of West Bengal: আপনি কি প্যারা মেডিক্যাল নিয়ে পড়তে চান? তাহলে এখুনি যোগাযোগ করুন State Medical Faculty of West Bengal এ। সম্প্রতি ‘Para Medical’ নিয়ে পড়ার জন্য ভর্তি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে(Website)। জানুন বিস্তারিত।

অনেকেই আছেন যাঁরা দ্বাদশ শ্রেণি পাশের (12th Pass) পর Joint এবং NEET পরীক্ষা না দিয়ে Para Medical নিয়ে এগোতে চান জীবনে। তাঁদের জন্যই রয়েছে এই সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

বয়সসীমা:

পড়ুয়ার বয়স সর্বনিম্ন ১৭ বছর হতে হবে।

আবশ্যিক যোগ্যতা:

যে পড়ুয়া দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা (Physics, Chemistry and Biology) বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) প্রথমে আবেদনকারীকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
  • iii) ওয়েবসাইটে (Website) গিয়ে Homepage থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে থাকা লিঙ্ক থেকে করা যাবে আবেদন।
  • iv) আবেদনের জন্য নিজের সমস্ত দরকারি নথি (Important Document) দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।

আবেদন মূল্য:

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৫ই জুলাই।

এরপরে মেধা তালিকা (Merit List) প্রকাশের পরে নেওয়া হবে একটি প্রবেশিকা পরীক্ষা বা Admission Test!

মেধাতালিকা (Merit List) প্রকাশের তারিখ:

আগামী ৪ঠা আগস্ট।

পরীক্ষার তারিখ:

আগামী ২৩শে জুলাই।

এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটটি (Official Website) দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular