HomeJob updatesONGC-তে প্রশিক্ষণের দিয়ে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

ONGC-তে প্রশিক্ষণের দিয়ে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

ONGC অর্থাৎ Oil and Natural Gas Corporation Limited এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of Weer Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (ONGC Apprentice Vacancy)

Employment No.:

ONGC/APPR/1/2023/

পদের নাম:

Apprentice

মোট শূন্যপদ:

i) Northern Sector: ১৫৯ টি
ii) Mumbai Sector: ৪৩৬ টি
iii) Western Sector: ৭৩২ টি
iv) Eastern Sector: ৫৯৩ টি
v) Southern Sector: ৩৭৮ টি
vi) Central Sector: ২০২ টি
অর্থাৎ সব মিলিয়ে ২৫০০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

i) Trade:
Apprentice এর এই পদের জন্য শিক্ষানবীশদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা আইটিআই সার্টিফিকেট (Madhyamik, Higher Secondary or ITI Certificate) থাকা আবশ্যক।
ii) Diploma:
Appreciate এর এই পদের জন্য শিক্ষানবীশদের সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা সার্টিফিকেট (Diploma Certificate) থাকা আবশ্যক।
iii) Graduate:
Apprentice এর এই পদের জন্য শিক্ষানবীশদের B.A, B.Com, B.Sc, B.B.A, B.E., B.Tech ডিগ্রী থাকা আবশ্যক।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

মাসিক স্টাইপেন্ড:

i) Trade Apprentices দের মাসিক ৭০০০/- টাকা
ii) Diploma Apprentices দের মাসিক ৮০০০/- টাকা
iii) Graduate Apprentice দের মাসিক ৯০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা:

প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক আবেদনকারীরা একটি বৈধ ইমেল এবং বৈধ ফোন নম্বর (Verified Email and Verified Phone Number) সমেত নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আবেদনপত্র পূরণ করবেন।
iii) আবেদনের আগে অবশ্যই প্রার্থীদের নিজের নাম নথিভুক্ত করতে হবে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular