HomeJob updatesপ্রতিমাসে ১৬ হাজার টাকা বেতনে অয়েল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

প্রতিমাসে ১৬ হাজার টাকা বেতনে অয়েল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অয়েল ইন্ডিয়া লিমিটেডে(Oil India Limited) বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

অয়েল ইন্ডিয়াতে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম-

Electrical Supervisor
Assistant Fitter
Maintenance Assistant

মোট শূন্যপদ-

Electrical Supervisor: মোট ৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Assistant Fitter: মোট ২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Maintenance Assistant: মোট ২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • Electrical Supervisor: ১৯,৫০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
  • Assistant Fitter: ১৬,৬৪০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
  • Maintenance Assistant: ১৬,৬৪০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা-

  • Electrical Supervisor: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • Assistant Fitter: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • Maintenance Assistant: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • প্রতিটি পদের জন্য সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা-

Electrical Supervisor: চাকরিপ্রার্থীদের সরকারি স্বীকৃত পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমাধারী হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ড্রিলিং অথবা ওয়ার্কওভার রিগ-এ ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার সাথে ত্রুটি-সন্ধানী বিশ্লেষণ, ত্রুটি সংশোধন, এবং ড্রিলিং অথবা ওয়ার্কওভার রিগের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে।

Assistant Fitter: আবেদনকারীকে সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। পাশাপাশি পাইপলাইনের কাজ, জল সরবরাহ সেট আপ, সেন্ট্রিফিউগাল পাম্প সেটের রক্ষণাবেক্ষণ, আয়রন রিমুভাল ফিল্টার, যান্ত্রিক ওয়ার্কশপ সেটআপের রক্ষণাবেক্ষণ বা সরকারী প্রতিষ্ঠানে ইনস্টলেশনে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Maintenance Assistant: আবেদনকারীকে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।ফ্লোরম্যান, টপম্যান এবং মেন্টেনেন্স ক্রু হিসাবে ড্রিলিং রিগগুলিতে কাজ করার কমপক্ষে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আবেদন পদ্ধতি-

আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউর দিন আবেদনকারীর সাম্প্রতিক বায়োডাটা সহ বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান ও তারিখ-

Duliajan Club Auditorium,
Duliajan

আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া আয়োজিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular