HomeJob updatesজল শক্তি দপ্তরে Group-C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন চলছে

জল শক্তি দপ্তরে Group-C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন চলছে

ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি(NWDA)-এর পক্ষ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্র সরকারের জলশক্তি দপ্তরে গ্রুপ-সি(Group-C) ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

উক্ত শূন্যপদ গুলিতেভারতের যেকোনো রাজ্যের বাসিন্দারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

National Water Development Agency Recruitment 2023 এ আবেদনের যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি সম্পর্কে নীতি আলোচনা করা হলো।

পদের নাম-

জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার
ড্র্যাফটসম্যান গ্রেড-III
আপার ডিভিশন ক্লার্ক
স্টেনোগ্রাফার গ্রেড-II
লোয়ার ডিভিশন ক্লার্ক

মোট শূন্যপদ-

মোট 40 টি শূন্য পদে নিয়োগ করা হবে।

জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল: ১৩
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ১
ড্র্যাফটসম্যান গ্রেড-III: ৬
আপার ডিভিশন ক্লার্ক: ৭
স্টেনোগ্রাফার গ্রেড-II: ৯
লোয়ার ডিভিশন ক্লার্ক: ৪

মাসিক বেতন-

এক একটি পদের জন্য মাসিক বেতন আলাদা। তবে ১৯৯০০ টাকা থেকে ১১২৪০০ পর্যন্ত বেতনক্রম রয়েছে পদগুলোর জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা কোন পদের জন্য কত বেতন, তা বিশদে জেনে নিতে পারবেন।

আবেদন শেষ-

১৭/০৪/২০২৩

বয়সসীমা-

এক একটি পদের জন্য প্রার্থীদের বয়সসীমা আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। তবে ১৮ বছর থেকে শুরু করে ৩০ বছর বয়স এর প্রার্থীরা শূন্যপদগুলির জন্য আবেদনের যোগ্য।

আবশ্যিক যোগ্যতা-

জুনিয়র ইঞ্জিনিয়ার(সিভিল): Civil Engineering এ ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদন করা যাবে এই পদের জন্য।

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: প্রার্থীকে অবশ্যই কমার্স বিষয় ডিগ্রী কোর্স করা থাকতে হবে। এছাড়া কোন সরকারি অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে ক্যাশ এবং একাউন্ট ডিপার্টমেন্টে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ড্র্যাফটসম্যান গ্রেড-III: প্রার্থীদের Draftsman Ship এ ITI বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

আপার ডিভিশন ক্লার্ক: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে । এছাড়া এম এস অফিসের অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

স্টেনোগ্রাফার গ্রেড-II: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। তাছাড়া প্রত্যেক মিনিটে অন্তত ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। তাছাড়া মাইক্রোসফট অফিস, microsoft excel, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

নিয়োগ পদ্ধতি-

প্রথমে প্রার্থীদের ১০০ নাম্বারের একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ দিতে হবে। তারপর উপযুক্ত প্রার্থীদের বাছাই করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসংরক্ষিত প্রার্থী অর্থাৎ জেনারেল এবং অফিসেপ্রার্থীদের জন্য আবেদনমূল্য ৮৯০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৫৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে www.nwda.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনাদের মোবাইল নাম্বার l,মেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং আবেদন পত্রটি সম্পূর্ন ফিলাপ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহযোগে জমা করার পর আবেদনমূল্য জমা করে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।

Important Links

Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular