HomeJob updatesNTPC-তে অনেকগুলি শূন্যপদে চাকরি, জানুন বিস্তারিত।

NTPC-তে অনেকগুলি শূন্যপদে চাকরি, জানুন বিস্তারিত।

NTPC অর্থাৎ National Tharmal Power Corporation Limited এ সম্প্রতি প্রকাশিত হয়েছে বিভিন্ন বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি। প্রার্থীরা ভারতীয় নাগরিক (Indian Citizen) হলেই করা যাবে আবেদন। বিভিন্ন পদে শূন্যপদগুলিতে করা হবে কর্মী নিয়োগ। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ প্রকাশ:

15/23

1. পদের নাম:

Head of Maintenance

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical/ Mechanical / Electrical Engineering এ B. Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 15 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 47 বছরের মধ্যে হতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 2,15,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Head of Operation

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ 60% নম্বর সহ B. Tech ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 19 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

52 বছরের কম বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 26,00,00 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম:

Green Chemicals

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 1,00,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. পদের নাম:

Shift Charge Engineer

শূন্যপদ:

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 12 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 44 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 1,90,000 টাকা করে বেতন দেওয়া হবে।

5. পদের নাম:

Executive (General Shift Support and Safety)

শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical/Electrical/ Electronics/Instrumentation/Civil/Environment Engineering এ B. Tech ডিগ্রি করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 7 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 1,25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

6. পদের নাম:

Executive (Control Room Operation)

শূন্যপদ:

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থী মাসিক 1,00,000 টাকা করে বেতন পাবেন।

কাজের সময়সীমা:

5 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম রেজিস্টার (Name Register) করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
iii) এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট (Submit) করতে হবে।

আবেদন মূল্য:

i) প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
ii) SC, Female, Ex-servicemen দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা:

এখানে আবেদন করা যাবে 30/08/2023 তারিখ পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular