HomeEducation Newsনেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৪টি বিষয়ে স্নাতক পড়ার সুযোগ, জানুন বিস্তারিত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৪টি বিষয়ে স্নাতক পড়ার সুযোগ, জানুন বিস্তারিত।

অনেক পড়ুয়াই আছেন যাঁরা উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের (Higher Secondary or Graduation Course) পড়াশোনার পরে আর্থিক সমস্যার জন্য হোক কিংবা অন্য কোনো কারণে হোক, পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। ভবিষ্যতে তাঁরা চান Distance থেকে পড়াশোনা আবার শুরু করতে আর এই সুযোগ দিচ্ছে Netaji Subhas Open University! ১৪টি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিস্তারিত জানুন।

মোট ১৪টি বিষয়ের মধ্যে কোন কোন বিষয়ে স্নাতকের কোর্স (Graduation Course) করতে পারবেন? ভর্তির জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? কী কী তথ্য প্রয়োজন? সকল বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

স্নাতকে যেসমস্ত কোর্সে আবেদন করা যাবে সেগুলি হলো:
১) Bsc Honours in Physics
২) Bsc Honours in Chemistry
৩) Bsc Honours in Mathematics
৪) Bsc Honours in Zoology
৫) Bsc Honours in Botany
৬) BA Honours in Geography
৭) BA Honours in Bengali
৮) BA Honours in English
৯) BA Honours in History
১০) BA Honours in Political Science
১১) BA Honours in Sociology
১২) BA Honours in Public Administration
১৩) BA Honours in Economics
১৪) Bachelor of Commerce

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Important Documents) যা যা লাগবে:
১) Passport Size Colouring Picture
২) Signature of the Candidate
৩) Identification Card(Aadhaar/Voter/PAN Card)
৪) Birth Certificate or Admit Card of Madhyamik Examination
৫) Pass Certificate of the Madhyamik Examination
৬) Marksheet of Higher Secondary Examination
৭) Caste Certificate(If Available)
৮) Transgender Certificate(If Available)
৯) PWD Certificate (If Available)।
১০) BPL Certificate (If Available)।
১১) Defence & Security Force Certificate (If Available)
১২) Service Certificate

আবশ্যিক যোগ্যতা:
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে বিভিন্ন কোর্সের আবেদন যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জানতে Academics অপশনে গিয়ে কোন বিষয়ে স্নাতক কোর্স (Graduation Course) পড়তে চান, তার School নির্বাচন করুন এরপর Eligibility তে ক্লিক করলেই সমস্ত বিষয়ের ব্যাপারে স্নাতকে পড়ার আবেদন যোগ্যতা দেখতে পাবেন।

Important Dates:
১) আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: গত ১০ই জুলাই, ২০২৩ থেকে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ই আগস্ট ২০২৩ পর্যন্ত।
২) Documents Upload এর তারিখ: ১০ জুলাই থেকে ১৪ই আগস্ট পর্যন্ত।
৩) দরখাস্ত Re Send করার সময়সীমা: ১০ জুলাই, ২০২৩ থেকে ১৪ই আগস্ট, ২০২৩ পর্যন্ত।
৪) স্নাতকে অনলাইনে ভর্তি ফি জমা দেয়ার শেষ তারিখ: আগামী ১৭ই আগস্ট।
৫) UG কোর্সে অফলাইনে Indian Bank এর মাধ্যমে ভর্তি ফি এর চালান কাটানোর তারিখ: আগামী ১৭ই জুলাই থেকে ১৭ই আগস্ট পর্যন্ত।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular