HomeJob updatesনেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নোটিশ, জেনে নিন বিস্তারিত।

নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নোটিশ, জেনে নিন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। সম্প্রতি নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে চাকরির জন্য। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (NSOU Recruitment)

Employment No.:

NSUT/FACULTY/2023/01

পদের নাম:

i) Professor
ii) Assistant Professor
iii) Associate Professor

মোট শূন্যপদ:

৩২২ টি। (UR- ৯৫ টি, EWS- ২৯ টি, SC- ৪৭ টি, ST- ৩২ টি, OBC- ১১৯ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./ B.Tech./ B.S. এবং M.E./ M.Tech./ M.S. অথবা Integrated M.Tech. বা MBA/ M.COM ইত্যাদি বিষয়গুলিতে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ (Masters) করতে হবে।
ii) সংশ্লিষ্ট বিষয়ে যদি Ph.D. ডিগ্রী থাকে তাহলেও আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

মাসিক বেতন:

মাসিক বেতন ৫৭,৭০০/- টাকা থেকে ২,১৮,২০০/- টাকা।

বয়সসীমা:

i) Professor:
এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
ii) Assistant Professor:
এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
iii) Associate Professor:
এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আগ্রহী প্রার্থীরা প্রথমে Netaji Subhas University of Technology এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট (Download the Application Form and Print Out) বের করে নিজের সমস্ত দরকারি তথ্য সমেত পূরণ করতে হবে এবং সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড (Scan and Upload the Documents) করতে হবে।
iii) পূরণ করার পরে আবেদনপত্রের হার্ড কপি (Hard Copy) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা করতে হবে আবেদনকারীদের।
iv) নথিগুলির হার্ড কপিগুলিও জমা করতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি:

i) General, WBS, OBC: ২০০০/- টাকা।
ii) SC, ST: ১০০০/- টাকা।
প্রার্থীদের এই আবেদন ফি এককালীন জমা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একাউন্টে ডিমান্ড ড্রাফটের (Demand Draft) মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Registrar,
Netaji Subhas University of Technology,
Azad Hind Fauj Marg, Sector-3, Dwarka,
New Delhi- 110078

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৭ আগস্ট, ২০২৩

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular