HomeJob updatesভারতীয় রেলে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলে কর্মী নিয়োগের (Employee Recruitment) নতুন বিজ্ঞপ্তি। Northern Railway এর তরফে করা হবে এই নিয়োগ। ভারতীয় নাগরিক (Indian Citizen) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:

754-E/ Tech.Staff/Cons./ Contractual Rectt./2023

1. পদের নাম:

Senior Technical Associate (Civil)

মোট শূন্যপদ:

৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering এ চার বছরের Bachelor Degree প্রাপ্ত হতে হবে।

2. পদের নাম:

Senior Technical Associate (Signal and Telecom)

মোট শূন্যপদ:

১৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীর যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical /Electronics/ Information Technology/ Communication Engineering or M.Sc Electronics -এ থেকে ৪ বছরের Bachelor Degree থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

3. পদের নাম:

Senior Technical Associate (Electrical)

মোট শূন্যপদ:

২০ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical Engineering এ চার বছরের Bachelor Degree প্রাপ্ত হতে হবে।

মাসিক বেতন:

i) Z Class- ৩২০০০ টাকা
ii) Y Class- ৩৪০০০ টাকা
iii) X Class- ৩৭০০০ টাকা

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য রেলওয়ের অনলাইন পোর্টালে (Online Portal) আবেদন করতে হবে।
iii) এরপরে প্রার্থীকে আবেদনপত্রটি নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য (Important Document) পূরণ করতে হবে।
iv) তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।

আবেদন মূল্য:

i) Unreserved Category/General Category: ১০০/- টাকা
ii) SC/ST/Female Candidate: প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য প্রদান করতে হবে না।

আবেদনের শেষ তারিখ:

আগামী ২৮ আগস্ট, ২০২৩

কাজের সময়সীমা:

নিযুক্ত প্রার্থীদের চুক্তির ভিত্তিতে ১ বছরের জন্য নিয়োগ করা হবে অথবা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত নিয়োগ করা হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে Indian Railways এর Website এ গিয়ে দেখতে পারেন।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular