HomeEducation NewsM.Tech পড়তে চান? ভর্তির সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

M.Tech পড়তে চান? ভর্তির সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

বিটেক বা ব্যাচেলর ডিগ্রি পাশের পর অনেকের ইচ্ছে থাকে Master Of Technology ডিগ্রি অর্জনের। শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে North Bengal University। সম্প্রতি North Bengal University প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের অসিসিয়াল ওয়েবসাইটে M. Tech এ ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাaশিত হয়েছে।

North Bengal University তে M.Tech বিষয়ে ভর্তির সমস্ত খুঁটিনাটি নিচে আলোচনা করা হলো।

বিষয়:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি(Computer Science And Technology) বিষয়ে পড়া যাবে এমটেক ডিগ্রি কোর্স।

শিক্ষাবর্ষ:

২০২৩-২৪ বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোর্স এর মেয়াদ:

মোট ৩ বছরের কোর্স এটি।

কোর্স মূল্য:

প্রথম সেমিস্টারের কোর্স মূল্য: ৩২ হাজার টাকা
দ্বিতীয় সেমিস্টার থেকে কোর্স মূল্য: ৩০ হাজার টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা:

দেশের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Bachelor of Engineering (BE)/ Degree in Information Technology (IT)/ Computer Science Engineering (CSE)/ Bachelor of Technology (BTech)/ Electronics and Communication Engineering (ECE) ডিগ্রি থাকলে ভর্তির আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি:

প্রার্থীকে প্রথমে North Bengal University এর ওয়েবসাইটে যেতে হবে। ‘Homepage’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আবেদন শুরু:

06/07/2023 সকাল ১১টা থেকে আবেদন করা যাবে।

আবেদন শেষ:

21/07/2023

প্রার্থী বাছাই পদ্ধতি:

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ এর পর প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

নামের তালিকা প্রকাশ:

ইন্টারভিউ এর জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ জুলাই।

মৌখিক পরীক্ষার তারিখ:

03/08/2023 এবং 04/08/2023 ।

ক্লাস শুরু:

18/08/2023

আরো বিস্তারিত তথ্যের জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular