North Bengal Medical College অর্থাৎ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। যারা অনেকদিন ধরেই চাকরি খুঁজে চলেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য সুখবর এটি। এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হলো। ভালোকরে শেষ পর্যন্ত পড়ুন। (NBMC Recruitment)
নিয়োগ বোর্ড:
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ(North Bengal Medical College)
পোস্টের নাম:
i) Laboratory Technician
ii) Data Entry Operator
বিভাগের নাম:
স্বাস্থ্য বিভাগ(Health Department)
শূন্যপদের সংখ্যা:
2টি
আবশ্যিক যোগ্যতা:
i) Laboratory Technician:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে Medical Laboratory Technology বিষয়ে Graduated/Medical Laboratory Technology বিষয়ে Diploma/Medical Laboratory Technology তে Certificate অর্জন করে থাকতে হবে।
ii) Data Entry Operator:
প্রার্থীকে এই পদের জন্য Graduation Pass এবং Computer Application এ Diploma Course অথবা এই কোর্সের সাথে সম্পর্কিত কোনো ক্ষেত্রে অভিজ্ঞ (Experienced) হতে হবে।
বয়সসীমা:
বয়সসীমার কোনোরূপ উল্লেখ বিজ্ঞপ্তিতে নেই।
মাসিক বেতন:
i) Laboratory Technician: 30,000/-
ii) Data Entry Operator: 20,000/-
আবেদনের শুরুর তারিখ :
10/08/2023
অফলাইন আবেদনের শেষ তারিখ :
29/08/2023
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে ফেলুন।
iii) বিজ্ঞপ্তিতে আবেদনপত্রটি (Application Form) পাবেন।
iv) আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Print Out after Download) বের করে নিতে হবে।
v) এবার নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
vi) এবারে আবেদনপত্রটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে (Email ID) অথবা নির্দিষ্ট ঠিকানায় পাঠান।
নিয়োগ স্থান:
দার্জিলিং
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh