HomeJob updates762টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

762টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(North 24 Parganas Health Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

উত্তর 24 পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগের(Health and Family Welfare Recruitment 2023) শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার / Block Public Health Manager
ব্লক ডাটা ম্যানেজার / Block Data Manager
মেডিকেল অফিসার
ব্লক এপিডেমিওলজিস্ট / Block Epidemiologist
স্টাফ নার্স
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
স্পেশালিস্ট / Specialist

মোট শূন্যপদ-

মোট ৭৬২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার: 4 টি শূন্যপদ রয়েছে।
ব্লক ডাটা ম্যানেজার: 3 টি শূন্যপদ রয়েছে।
মেডিকেল অফিসার: 226 টি শূন্যপদ রয়েছে।
ব্লক এপিডেমিওলজিস্ট: 3 টি শূন্যপদ রয়েছে।
স্টাফ নার্স:39 টি শূন্যপদ রয়েছে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: 240 টি শূন্যপদ রয়েছে।
স্পেশালিস্ট: Gynaecology তে 52 টি, Ophthalmology তে 52 টি, Medicine এ 52 টি, Paediatrics এ 52 টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন-

ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার: মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
ব্লক ডাটা ম্যানেজার: মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।
মেডিকেল অফিসার:মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।
ব্লক এপিডেমিওলজিস্ট:মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
স্টাফ নার্স: মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট:মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
স্পেশালিস্ট: মাসিক 65000-70,000 টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন শুরু-

22/08/2023

আবেদন শেষ-

11/09/2023

বয়সসীমা-

২১ থেকে ৬৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন পোস্ট অনুযায়ী বয়সসীমা আলাদা। এজন্য আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।

আবশ্যিক যোগ্যতা-

ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাব্লিক হেলথ ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ব্লক ডাটা ম্যানেজার: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদনের যোগ্য। 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মেডিকেল অফিসার: MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা BHMS/BAMS/BUMS ডিগ্রি থাকতে হবে। MPH ডিগ্রি করে থাকতে হবে।কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাব্লিক হেলথ ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্টাফ নার্স: GNM পাশ করলে আবেদন করতে পারবেন।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ANM এবং GNM পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্পেশালিস্ট: MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD করা থাকলে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

শিক্ষাগত যোগ্যতা, Experience, কম্পিউটার টেস্ট এবং Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসংরক্ষিত প্রার্থীদের 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।

Important Link-

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular