HomeJob updatesNMDC Recruitment: ইঞ্জিনিয়ারদের জন্য কেন্দ্রীয় সংস্থাতে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন।

NMDC Recruitment: ইঞ্জিনিয়ারদের জন্য কেন্দ্রীয় সংস্থাতে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন।

ইঞ্জিনিয়ারদের জন্য অত্যন্ত সুখবর কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (NMDC Recruitment)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটিতে ২০২২-এর গেট পরীক্ষার উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারদের চাকরি দেওয়া হবে। আগ্রহীরা এর জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি।

পদের নাম(Post Name)

কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন সংস্থায় সিভিল, ইলেকট্রিক্যাল, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট এবং মেকানিক্যাল বিভাগের জন্য নিয়োগ করা হবে এগ্‌জিকিউটিভ ট্রেনি (শিক্ষানবিশ) পদে।

শূণ্যপদ (Total Vacancy)

কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC) লিমিটেডে মোট শূন্য পদের সংখ্যা হল ৪২ টি।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এনএমডিসি লিমিটেডে আবেদনের জন্য প্রার্থীদের ২০২২-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) দেওয়া আবশ্যিক।

বয়স সীমা (Age Limit)

এনএমডিসি লিমিটেডে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে। কিন্তু সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

বেতন (salary)

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীরা সঠিকভাবে প্রশিক্ষণ পূর্ণ করলে এক বছর প্রবেশনে রাখা হবে। শিক্ষানবিশ পদে মাসিক বেতন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে শিক্ষানবিশদের নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। তখন তাঁদের মাসিক বেতনক্রম হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

কর্মস্থল (Job Posting)

নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোন স্থানে পোস্টিং দেওয়া হতে পারে।

আবেদন পদ্ধতি (Application Process)

আগ্রহী প্রার্থীরা এনএমডিসির অফিসিয়াল ওয়েবসাইটে ক্যারিয়ার বিভাগে গিয়ে সম্পূর্ণ আবেদন জানাতে পারবে।

আবেদন ফি (Application Fee)

কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC) লিমিটেডে আবেদন করার জন্য সংরক্ষিত প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না কিন্তু বাকিদের ৫০০ টাকা করে আবেদন ফি লাগবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

প্রার্থীদের ২০২২-এর গেট-এ সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে এই পদের জন্য নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে আবেদন করার শেষ তারিখ হল ১৮ই জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular