HomeJob updatesন্যাশনাল ইনস্টিটউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিংয়ে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

ন্যাশনাল ইনস্টিটউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিংয়ে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

কলকাতায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান National Institute of Technology Teachers Training and Research অর্থাৎ NITTTR এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক এই কাজের জন্য আপনি আগ্রহী হয়ে থাকলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ুন এবং জেনে নিন সমস্ত খুঁটিনাটি বিষয়। (NITTTR Kolkata Recruitment)

পদের নাম:

i) Research Assistant
ii) Project Manager
iii) Apprentice

মোট শূন্যপদ:

i) Reserch Assistant: 5টি।
ii) Project Manager: 1টি।
iii) Apprentice: 9টি।
অর্থাৎ সব মিলিয়ে মোট 15টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা:

সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

i) Research Assistant:
এই পদে নিযুক্ত ব্যক্তিদের প্রথম এবং দ্বিতীয় বছরের বেতনের মাসিক পরিমাণ হবে ৩২,০০০ এবং ৩৫,০০০ টাকা।
ii) Project Manager:
এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক বেতন হবে ৫০,০০০ টাকা।
iii) Apprentice:
এই পদে নিযুক্ত ব্যক্তিদের ২৫,০০০ টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

কাজের সময়সীমা:

i) Research Assistant এবং Project Manager পদে নিযুক্ত ব্যক্তিদের যথাক্রমে দু’বছর এবং এক বছরের জন্য নিয়োগ করা হবে।
ii) Apprentice পদে নিযুক্ত ব্যক্তিদের এক বছর প্রশিক্ষণের পর প্রতিষ্ঠানের তরফে নির্বাচিত হলে উত্তর-পূর্বের কোনও রাজ্যে নিজের ব্যবসা (Own Business) শুরু করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি ধার্য করা হয়েছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের নিজেদের জীবনপঞ্জি, পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে পদগুলিতে আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ দিন:

আগামী ১১ সেপ্টেম্বর

নিয়োগের বিষয়ে বিস্তারিত শর্তাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) যেতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular