গতমাসে কয়েক সপ্তাহ আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের পর ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরাও চিন্তিত কোন কোর্স নিয়ে পড়লে সহজে সরকারি চাকরি পাওয়া যায় বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে Job পাওয়া যায়। তাই যেসকল ছাত্রছাত্রীরা কোনো পেশাদারী কোর্স করে কয়েকবছরের মধ্যে সরকারি বা বেসরকারি চাকরি করতে চায় তাদেরকে পড়ার সুযোগ করে দিচ্ছে ন্যাশন্যল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার(NITC)।
কোন কোন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে?
ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের অধীনে যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেগুলো হল- হেল্থ স্যানিটারি ইন্সপেক্টর, ফিজিওথেরাপি টেকনিশিয়ান, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান।
কারা আবেদন করতে পারবেন?
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
১) হেল্থ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স এবং ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা মাধ্যমিক পাশ।
২) ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান এবং রেডিওলজি টেকনিশিয়ান কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।
মোট আসন:
ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের সমস্ত কোর্সগুলি মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩২০ টি।
১) হেল্থ স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের জন্য নির্ধারিত আসন সংখ্যা ২১৬ টি।
২)ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্সের জন্য নির্ধারিত আসন সংখ্যা ৬০ টি।
৩)ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান কোর্সের জন্য নির্ধারিত আসন সংখ্যা ২৪ টি।
৪)রেডিওলজি টেকনিশিয়ান কোর্সের জন্য নির্ধারিত আসন সংখ্যা ২০ টি।
বয়সসীমা:
ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে ভর্তির জন্য সর্বনিম্ন বয়স ১৪ বছর ।
কোর্সের সময়কাল:
১) হেল্থ স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের সময়কাল ১ বছর।
২) ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্সের সময়কাল ১ বছর।
৩) ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান কোর্সের সময়কাল ২ বছর।
৪) রেডিওলজি টেকনিশিয়ান কোর্সের সময়কাল ২ বছর।
আবেদন পদ্ধতি:
পড়ুয়ারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমত NITC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি:
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য সকল প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯/০৫/২০২৩ তারিখ, আবেদন প্রক্রিয়া চলবে ০৩/০৭/২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া:
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।