পশ্চিমবঙ্গের দূর্গাপুরের National Institute of Technology অর্থাৎ NIT তে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের (Recruitment) কথা জানিয়ে সংস্থাটির তরফে বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করা হয়েছে। কোন পদে নিয়োগ হবে এবং কী আবেদন প্রক্রিয়া, এসব কিছু বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি। (NIT Durgapur Recruitment)
Advertisement No.:
NITD/CSE/SKS/SERB/2023/FW/01
পদের নাম:
Field Worker
মোট শূন্যপদ:
১টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (University) থেকে গ্রাজুয়েট ডিগ্রি (Graduate Degree) পাশ করে থাকতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তিতে বয়সসীমা (Age Limit) সম্পর্কে কোনো উল্লেখ নেই।
বেতন:
নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে(Online)।
- ii) আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের সমস্ত তথ্য ইমেল (E-mail) করে পাঠাতে হবে।
- iii) নির্দিষ্ট ইমেল আইডিতে (E-mail Id) সমস্ত তথ্য পাঠানোর সময় দেওয়া Google Form টি পূরণ করে Submit করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ (Recruitment) করা হবে।
আবেদন ফি:
কোনোরকম আবেদন ফি (Registration Fee) লাগবে না।
আবেদন শুরু:
৩১/০৫/২০২৩
আবেদন শেষ:
২৫/০৬/২০২৩
Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
Apply Now: Click Here
-Written by Riya Ghosh