শিক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং চলতি বছর অর্থাৎ ২০২৩ এর National Institutional Ranking Framework অর্থাৎ NIRF প্রকাশ করেছেন অফিসিয়াল ওয়েবসাইট nirfindia.org-এ। যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সেই র্যাঙ্কিং। (NIRF Ranking 2023)
কোন ইঞ্জিনিয়ারিং কলেজ (Engineering College) নম্বরে? পশ্চিমবঙ্গের কোন কলেজটি র্যাঙ্কিং -এর দিক থেকে প্রথম অর্থাৎ ‘A’ গ্রেড পেলো? সেইসব তথ্য জানানো হলো বিশদে!
১) IIT মাদ্রাজ (IIT Madras) গতবছর থেকেই সামগ্রিক এবং ইঞ্জিনিয়ারিং -উভয় বিভাগেই শীর্ষস্থান ঘিরে রয়েছে।
২) আগের বছরের র্যাঙ্ক বজায় রেখেছে বেঙ্গালুরুর (Bangalore) Indian Institute of Science (IISc) ও।
৩) এদিকে NIRF র্যাঙ্কিং ২০১৩-এ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, যেখানে JNU এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
৪) IISc ব্যাঙ্গালোরও ‘সামগ্রিক’ দ্বিতীয় বিভাগে সেরা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে।
অনিল কুমার নাসা, এনবিএ (ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন) এর সদস্য সচিব বলেন, “এনআইআরএফ(NIRF)-এর লক্ষ্য ছিল উচ্চ শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করা।”
তিনি অষ্টম সংস্করণে আটটি বিষয় নির্দিষ্ট র্যাঙ্কিং-সহ চার থেকে ১২টি বিভাগে সম্প্রসারণের উপর জোর দিয়েছেন।
এখানে ২০১৬ সালে ৩,৫০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও এ বছর সেই সংখ্যা বেড়ে মোট ৮,৬৮৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এবারে একনজরে ভারতের সেরা ১০টি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান দেখে নেওয়া যাক।
NIRF র্যাঙ্কিং ২০২৩: ‘সামগ্রিক’ বিভাগে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান। র্যাঙ্ক হিসেবে বিস্তারিত আলোচনা করা হলো:
Rank 1: Indian Institute of Technology বা IIT Madras
প্রতিষ্ঠানটির অবস্থান হলো: চেন্নাই, তামিলনাড়ু(Chennai, Tamil nadu)।
Rank 2: Indian Institute of Science বা IISc Bengaluru
প্রতিষ্ঠানের অবস্থান হলো: বেঙ্গালুরু, কর্ণাটক(Bangalore, Karnataka)।
Rank 3: Indian Institute of Technology বা IIT Delhi
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
Rank 4: Indian Institute of Technology বা IIT Bombay
প্রতিষ্ঠানের অবস্থান: মুম্বাই, মহারাষ্ট্র(Mumbai, Maharashtra)।
Rank 5: Indian Institute of Technology বা IIT Kanpur
প্রতিষ্ঠানের অবস্থান: কানপুর, উত্তরপ্রদেশ(Kanpur, Uttar pradesh)।
Rank 6: All India Institute of Medical Science বা AIIMS
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
Rank 7: Indian Institute of Technology বা IIT Kharagpur
প্রতিষ্ঠানের অবস্থান: খড়গপুর, পশ্চিমবঙ্গ(Kharagpur, West Bengal)।
Rank 8: Indian Institute of Technology বা IIT Roorkee
প্রতিষ্ঠানের অবস্থান: রুরকি, উত্তরাখণ্ড(Roorke, Uttarakhand)।
Rank 9: Indian Institute of Technology বা IIT Guwahati
প্রতিষ্ঠানের অবস্থান: গুয়াহাটি, আসাম(Guwahati, Assam)।
Rank 10: Jaharlal Nehru University বা JNU
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
NIRF র্যাঙ্কিংয়ে ভারতের সেরা ৫ টি ‘বিশ্ববিদ্যালয়’ হয়েছে:
Rank 1: Indian Institute of Science বা IISc Bangaluru
প্রতিষ্ঠানের অবস্থান: বেঙ্গালুরু, কর্ণাটক(Bangalore, Karnataka)।
Rank 2: Jaharlal Nehru University বা JNU
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
Rank 3: জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI)
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
Rank 4: Jadavpur University
প্রতিষ্ঠানের অবস্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ(Kolkata, West Bengal)।
Rank 5: Banaras Hindu University
প্রতিষ্ঠানের অবস্থান: বারাণসী, উত্তরপ্রদেশ(Varanasi, Uttarakhand)।
NIRF র্যাঙ্কিং ২০২৩ অনুযায়ী ভারতের সেরা ৫টি ‘ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠানগুলি (Engineering Institute) হলো:
Rank 1: Indian Institute of Technology বা IIT Madras
প্রতিষ্ঠানের অবস্থান: চেন্নাই, তামিলনাড়ু(Chennai, Tamil Nadu)।
Rank 2: Indian Institute of Technology বা IIT Delhi
প্রতিষ্ঠানের অবস্থান: নতুন দিল্লি, দিল্লি(New Delhi, Delhi)।
Rank 3: Indian Institute of Technology বা IIT Bombay
প্রতিষ্ঠানের অবস্থান: মুম্বাই, মহারাষ্ট্র(Mumbai, Maharashtra)।
Rank 4: Indian Institute of Technology বা IIT Kanpur
প্রতিষ্ঠানের অবস্থান: কানপুর, উত্তরপ্রদেশ(Kanpur, Uttarpradesh)।
Rank 5: Indian Institute of Technology বা IIT Roorkee
প্রতিষ্ঠানের অবস্থান: রুরকি, উত্তরাখণ্ড(Roorke, Uttrakhand)।
-Written by Riya Ghosh