HomeJob updatesNILD কলকাতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

NILD কলকাতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

কলকাতার National Institute for Locomotor Disabilities এ রয়েছে বিভিন্ন পদে কাজের সুযোগ। সম্প্রতি এই নিয়োগের বিষয়ে জানিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (NILD Recruitment 2023)

কোন কোন পদে নিয়োগ এবং বেতন কত?

i) পদের নাম:

Assistant Professor in Nursing Department

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

ii) পদের নাম:

Physiotherapy-Consultant, Lecturer in Department of Physiotherapy

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

iii) পদের নাম:

Senior Resident in Orthopedic and PM&R Department

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে বেতন পাবেন।

iv) পদের নাম:

Hostel Warden

মাসিক বেতন:

নিযুক্ত কর্মীকে মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

v) পদের নাম:

Legal Consultant

মাসিক বেতন:

নিযুক্ত কর্মীর বেতন হবে প্রতি মাসে ৫২ হাজার টাকা।

Vi) পদের নাম:

Junior Prosthetic

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

vii) পদের নাম:

Workshop Manager

মাসিক বেতন:

Workshop Manager কে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

viii) পদের নাম:

Clinical Tutor

মাসিক বেতন:

Clinical Tutor প্রতি মাসে বেতন পাবেন ২১,২০৫ টাকা।

ix) পদের নাম:

Professional Trainee

মাসিক বেতন:

Professional Trainee পদে নিযুক্ত ব্যক্তির বেতন হবে ১৮,৫০০ টাকা।

x) পদের নাম:

Staff Nurse

মাসিক বেতন:

Staff Nurse প্রতি মাসে বেতন হিসেবে ২০ হাজার টাকা করে পাবেন।

কাজের ধরণ ও প্রয়োজনীয় যোগ্যতা:

i) প্রতিটি পদের ক্ষেত্রেই চুক্তিভিত্তিক কাজ করতে হবে কর্মীদের।
ii) আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করতে হবে অফলাইনে(Offline)।
ii) প্রার্থীকে প্রথমে কলকাতার National Institute for Locomotor Disabilities এর ওয়েবসাইটে (Website) যেতে হবে।
iii) সেখানে গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) যেতে হবে।
iv) এবারে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড (Download the Application Form) করে প্রার্থীকে নিজের সমস্ত জরুরি তথ্য (Important Document) দিয়ে সেটি পূরণ করতে হবে।
v) এবারে আবেদন মূল্য Demand Draft এর মাধ্যমে জমা দিয়ে আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ:

বিজ্ঞপ্তি অনুযায়ী ‘Employment News’ পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীরা Website এ গিয়ে দেখতে পারেন। National Institute for Locomotor Disabilities এর Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular