HomeJob updatesNHAI-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত। 

NHAI-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত। 

কেন্দ্রীয় সরকারের সংস্থা NHAI অর্থাৎ National Highway Authority of India তে দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। সমস্ত ভারতীয় তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Indian Citizen or Residant of West Bengal) আবেদন করতে পারেন এই পদের জন্য। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য।

1. পদের নাম:

Advisor

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

  • i) বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে প্রার্থীকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
  • ii) এছাড়াও Forestry বা Agriculture বা Environment বিষয়ে ২০ বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রার্থীকে মাসিক 1,75,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

2. পদের নাম:

Joint Advisor

শূন্যপদ:

মোট 17 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

  • i) বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে প্রার্থীর স্নাতক ডিগ্রি (Graduation Degree) থাকতে হবে।
  • ii) এছাড়াও প্রার্থীর Forestry বা Agriculture বা Horticulture বা Environment বিষয়ে কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে অন্তত ২০ বছরের।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

বয়সসীমা: 

প্রার্থীর বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রার্থীকে মাসিক 90,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করবেন।
  • iii) এর পরে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • iv) এরপরে প্রার্থীকে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
  • v) সবশেষে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন করার শেষ দিন:

04/01/2024

বিস্তারিত জানতে হলে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular