HomeEducation News২০২৫ সালের আগস্টে হতে পারে NExT! দ্বিতীয় দফায় ডাক্তারির ফাইনাল পরীক্ষা কবে?...

২০২৫ সালের আগস্টে হতে পারে NExT! দ্বিতীয় দফায় ডাক্তারির ফাইনাল পরীক্ষা কবে? জানুন।

National Exits Test অর্থাৎ NExT পরীক্ষা হতে পারে ২০২৫ সালের অগাস্ট মাসে। অর্থাৎ ২০২০ ব্যাচের MBBS Final Year এর ছাত্রছাত্রীদের দিয়েই শুরু হবে NExT এর যাত্রা। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই নয়া যাত্রার ইঙ্গিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Ministry of Health) এবং National Medical Commission অর্থাৎ NMC এর আলোচনা থেকেই পাওয়া যাচ্ছে।

গত জুনে National Medical Commission এর তরফে NExT নিয়ে যে নিয়মাবলী প্রকাশ করা হয়েছিল তাতে তাতে ১২ মাসের মধ্যে দুটি পর্যায়ে NExT এর কথা বলা হয়েছিল। তবে গত মাসেই ২০১৯ ব্যাচের MBBS Final Year এর জন্য পিছিয়ে দেওয়া হয় NExT পরীক্ষা।

এক সরকারি সূত্রের দাবি যে আলোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (Union Ministry of Health and National Medical Commission) কর্তাদের মধ্যে হয়েছে, তাতে ২০২০ ব্যাচের MBBS Final Year এ NExT এর প্রথম পর্যায়ের পরীক্ষা ২০২৫ সালের আগস্ট মাসে হবার ইঙ্গিত পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২০ সালে দেশজুড়ে প্রায় ৬৫,০০০ পড়ুয়া MBBS Course ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৬২,০০০ জন পড়ুয়া ২০২৫ সালের অগস্টে NExT পরীক্ষা দিতে পারবেন। বর্তমানে দেশের MBBS Course শেষ হওয়ার ক্ষেত্রে অভিন্নতা না থাকায় ৩,০০০-র মতো পড়ুয়া প্রথম পর্যায়ের NExT দিতে পারবেন না।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

জানা গেছে যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের NExT হবে। যাঁরা ২০২৫ সালের অগস্টের পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ বাকি থাকা তিন হাজার পড়ুয়া ২০২৬ সালের ফেব্রুয়ারি দিতে পারবেন। আবার অন্যদিকে যেসব পড়ুয়ারা প্রথম পর্যায়ের NExT-এ উত্তীর্ণ হতে পারবেন না বা যে পড়ুয়ারা নিজেদের র‍্যাঙ্ক নিয়ে সন্তুষ্ট হবেন না, তাঁরা দ্বিতীয় পর্যায়ে NExT পরীক্ষা আবার দিতে পারবেন।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে NExT চালু হয়ে গেলে মেডিক্যালের স্নাতকোত্তরে (Post Graduation) ভরতির জন্য বছরে মাত্র একবার Counseling হবে। তবে দ্বিতীয় পর্যায়ের NExT-র রেজাল্টের ভিত্তিতে প্রার্থীরা পরবর্তী সেশনের স্নাতকোত্তরের (Post Graduation) Counselling এ বসতে পারবেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular