HomeNewsরাজ্যের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টরদের জন্য জারি হলো নতুন নিয়ম।

রাজ্যের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টরদের জন্য জারি হলো নতুন নিয়ম।

সম্প্রতি পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর(Sub Inspector)এবং কনস্টেবল(Constable) পদে কর্মরত প্রার্থীদের জন্য নতুন নিয়ম জারি করা হলো। পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (PRB) তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে।

বিষয়টি হলো, অনেক সময় দেখা যায় একজন পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে একই থানায় চাকরি করছেন, বদলির কোন রকম ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে একই থানায় কর্মরত। এমন অবস্থায় সেই সমস্ত পুলিশকর্মীরা তাদের ক্ষমতার অপব্যবহার করেন, এমনটাই অনেকে অভিযোগ করেন। যাদের হাতে আইন তারাই যদি আইনকে রক্ষাকবচ বানিয়ে দুর্নীতিতে লিপ্ত হন, তাহলে সাধারণ মানুষের যাওয়ার আর কোন জায়গা থাকে না। বহুদিন ধরে জনসাধারণের এই অভিযোগকে এবার গুরুত্বসহকারে দেখল প্রশাসন। এই বিষয়েই পুলিশকর্মীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে কোন ফাঁড়ি বা থানাতে সাব ইন্সপেক্টর বা এসআই একটানা তিন বছর চাকরি করলে, তাদের অন্যত্র বদলি করা হবে। এছাড়া একই জায়গায় দুই বছর কাজ করার পর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলদের অন্য থানায় বদলির(WB Police Transfer Rule)নির্দেশ দেওয়া হয়েছে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রাজ্য পুলিশের এডিজি এর পক্ষ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। বলা হয়েছে নতুন এই নিয়ম জারি করার ফলে পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এত দিন পর্যন্ত জমা পড়তো, তা অনেকটাই কমবে। আবার অনেকে মনে করছেন লোকসভা ভোটের আগে থানাতে নিজেদের লোক রাখার জন্য রাজ্যের বড় বড় প্রভাবশালীদের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular