HomeEducation Newsবাংলায় ডাক্তারি পড়াশোনায় নতুন নিয়ম শিক্ষা দফতরের। জানুন বিস্তারিত।

বাংলায় ডাক্তারি পড়াশোনায় নতুন নিয়ম শিক্ষা দফতরের। জানুন বিস্তারিত।

বাংলার সমস্ত অ্যালোপ্যাথিক (Allopathic) পাঠ্যক্রমের জন্য নতুন সিদ্ধান্ত আনতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। পাঁচ হাজারেরও বেশী MBBS এবং দুই হাজারেরও বেশি স্নাতকোত্তর ডিগ্রিতে (Masters Degree) পাঠরত প্রতিটি শিক্ষার্থীর জন্য বলবৎ হবে এই নিয়ম। গত মে মাসে সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের (Professor of Medical Colleges) উপস্থিতিতে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের (Academic Council) তরফে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কিন্তু কী সেই নিয়ম? আসুন বিস্তারিত জানা যাক।

সিদ্ধান্তটি একটু রূঢ় তবে তা ভবিষ্যতের স্বার্থেই বলা চলে।সিদ্ধান্তটি হলো যে এবার থেকে কোনও পরীক্ষার্থী তাঁর দেওয়া কোনো পরীক্ষায় অকৃতকার্য (Fail) হলে তবেই করা হবে রিভিউ(Review)। তাও মাত্র এক বারই হতে পারে এই রিভিউ(Review)। কিন্তু হঠাৎ এমন কঠোর সিদ্ধান্ত (Tough Decision) কেনো?

বিশ্ববিদ্যালয় (University) সূত্রে জানা যাচ্ছে যে এতদিন মনের মত ফলাফল না হলে ফলপ্তকাশের ২৪ ঘণ্টার মধ্যেই আবেদন পড়তো রিভিউয়ের (Review) আর্জি জানিয়ে। রিভিউয়ের জন্য প্রতি পেপার পিছু খরচ পড়তো ২০০০/- টাকা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়! বিশ্ববিদ্যালয় জানাচ্ছে যে রিভিউ করলেই যে নম্বর বাড়বে এমন নয় বরং কিছু ক্ষেত্রে পড়ুয়া নম্বর বাড়ার (Mark Increase) বদলে ফেল করে যেতেন। আর তখনই শুরু হতো আসল সমস্যা কারণ ছাত্রছাত্রীরা এরপরে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেন।

যদিও এই বিষয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক একেবারে অন্য কথা বলেন। তিনি জানান যে, এটি একদমই কারণ নয়। বরং প্রকৃত কারণ অন্য। তিনি জানান যে, Modern Medicine পঠনপাঠনের চূড়ান্ত নীতি নির্ধারক সংস্থা National Medical Commission এর তরফে নতুন সিদ্ধান্তে (New Decision) বলা হয়েছে যে এবার থেকে পরীক্ষা এবং সাপ্লি এই দুইয়ের ফলপ্রকাশ করার কাজ শেষ করতে হবে তিন থেকে ছ’সপ্তাহের মধ্যে।

অতএব হাতে সময় খুব কম পাওয়া যাবে যার জন্য যখন তখন রিভিউ (Review) করা যাবেনা। একমাত্র অকৃতকার্য (Fail) হলে তবেই সেই শিক্ষার্থী রিভিউয়ের আর্জি জানিয়ে আবেদন করতে পারবেন।

তবে এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই ক্ষোভ জন্মেছে পড়ুয়াদের মনে। R G KAR Medical এর এক পড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন যে, গ্রাম থেকে বহু পড়ুয়া ভালো ফল করার আশায় অনেক কষ্ট করে পড়াশোনা করেন। ফল আশানুরূপ না হলেই তবেই রিভিউয়ের আর্জি জানান তাঁরা কিন্তু এই সিদ্ধান্তে তাঁদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে তাঁর দাবি! সমগ্র ছাত্রছাত্রী মহল প্রতিবাদে সামিল হচ্ছে এই সিদ্ধান্তের (Decision) বিরুদ্ধে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular