HomeEducation Newsউচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যালের জন্য নয়া নিয়ম! নির্দেশিকা জারি করল সংসদ, না মানলেই বাতিল...

উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যালের জন্য নয়া নিয়ম! নির্দেশিকা জারি করল সংসদ, না মানলেই বাতিল পরীক্ষা। 

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে এসেছে। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। প্রতি বছর লিখিত পরীক্ষার আগে হয়ে যায় প্র্যাক্টিকাল পরীক্ষা যা আয়োজিত হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা।

উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা যেমন এগিয়ে এসেছে, তেমন এগিয়ে এসেছে প্র্যাক্টিকাল পরীক্ষাও। সেইসঙ্গে এসেছে কিছু নতুন নিয়মও! ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই পরীক্ষার সময় এই নিয়মগুলি মেনে চলতে হবে নাহলে বাতিল হবে পরীক্ষা।

নির্দেশিকা অনুযায়ী জানা গেছে নে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের প্রাক্টিকাল পরীক্ষা অবশ্যই স্কুলকে আয়োজিত করতে বলা হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা হবে ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলেই।

প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন এবং ফাঁকা উত্তরপত্র আগামী ২৯ নভেম্বর থেকে সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। স্কুলগুলির ওপরেই থাকছে পরীক্ষা চালনা থেকে শুরু করে খাতা মূল্যায়নের পুরো দায়ভার। তবে হ্যাঁ, সাহায্যের জন্য পার্শ্ববর্তী স্কুলের সাহায্য নিতেই পারবেন শিক্ষক শিক্ষিকারা।

সকলেই প্রায় জানি যে নয়া শিক্ষাব্যবস্থায় প্র্যাক্টিকাল পরীক্ষা এবং প্রজেক্টে পাওয়া নম্বরের এক বড়ো ভূমিকা থাকে। অর্থাৎ এই নম্বর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই বছরের নতুন সংযোজন অর্থাৎ সংসদের তরফে বলা হয়েছে যে প্র্যাক্টিকাল ও প্রজেক্টের নম্বর জমা দিয়ে হবে সরাসরি সংসদের ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ কোনোরকম হার্ড কপি পাঠাতে হবেনা সংসদকে।

তবে অবশ্যই নম্বর আপলোড করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য। প্রসঙ্গত বলে রাখি যে যাঁরা আগেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই বছরে অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকে, তাঁদের আর দিতে হবেনা এই পরীক্ষা।

প্রাক্টিকাল পরীক্ষার নির্দিষ্ট সময় মেনে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে নয়তো পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। আরো বিস্তারিত জানতে হলে সংসদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular