HomeEducation NewsD.EL.ED কোর্সের জন্য চালু হলো নতুন নিয়ম, বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা পর্ষদ।

D.EL.ED কোর্সের জন্য চালু হলো নতুন নিয়ম, বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা পর্ষদ।

রাজ্যে প্রাথমিকে শিক্ষক হওয়ার জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডি এল এড কোর্সটি অপরিহার্য একটি কোর্স। এছাড়া বর্তমানে টেট পরীক্ষায় বসতে গেলেও D.EL.ED ডিগ্রী না করা থাকলে টেট পরীক্ষায়(WB Tet Exam)বসতে দেওয়া হয় না। প্রত্যেক বছর রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী ডি এল এড পরীক্ষায় বসেন। তাই D.EL.ED কোর্সে যাতে কোনরকম সমস্যা না হয় সে কারণে এবং স্বচ্ছতা বজায় রাখতে নতুন নিয়ম লাগু করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের(West Bengal Primary Education Department)তরফ থেকে।

রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, এবার D.EL.ED পরীক্ষার মেধা তালিকা(D.EL.ED Merit List)প্রকাশ করা হবে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। এর আগে d.el.ed নিয়ে একের পর এক অভিযোগ এসেছে প্রাথমিক শিক্ষা দপ্তরে। টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। এজন্য এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিএলএড কোর্সের ভর্তি প্রক্রিয়া(D.EL.ED Admission) সম্পূর্ণ অনলাইন মারফত করা হবে। অনলাইনের মাধ্যমে ডিএলএড কোর্সে ভর্তি আর হবে না। বিভ্রান্তি এড়ানোর জন্য মেরিট লিস্ট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই দায়িত্ব নিয়েছে খোদ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

বর্তমানে আমাদের রাজ্যে ডি এল এড কলেজের সংখ্যা প্রায় ৬৫৬ টি। তার মধ্যে ৪৪ টি সরকারি কলেজ এবং বাকিগুলি বেসরকারি কলেজ। প্রত্যেক বছর রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীরা এই কোর্স করেন, পরীক্ষা দেন এবং টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। চলতি বছর এই কোর্সের ৪৫০০০ পদের জন্য আবেদন জমা পড়েছিল প্রায় ৫০০০০ টি। যোগ্যতা অনুযায়ী উপযুক্ত প্রার্থীদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular