প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত NEET পরীক্ষার ফলাফল। এবার পছন্দের মেডিক্যাল কলেজে (Medical College) ভর্তি হবার পালা। রাজ্যের বাইরে থেকেও অনেক পড়ুয়া আসেন এই মেডিক্যাল কলেজগুলিতে। তাই চাপ স্বাভাবিক ভাবেই বেশি হবে। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের মধ্যে কোথায় কতগুলি MBBS এর জন্য আসন রয়েছে, জেনে নেওয়া যাক। (NEET Result 2023)
১) Kalyani AIIMS (Nadia):
কেন্দ্রীয় সরকারের আওতায় (Under Central Government) থাকা এই কলেজটি তৈরি হয়েছে মূলত ২০১৯ সালে।
আসন সংখ্যা:
১২৫টি।
২) EIS Medical College(Joka):
২০১৩ সালে তৈরি হওয়া এই কলেজটিও কেন্দ্রীয় সরকারের আওতায়(Under Central Government)।
আসন সংখ্যা:
১০০টি।
৩) R G KAR Medical College, Kolkata National Medical College, Kolkata Medical College and Nilratan Sarkar Medical College:
এই সব কলেজগুলি রাজ্য সরকারের অধীনে(Under State Government)।
আসন সংখ্যা:
উপরিউক্ত সকল কলেজের আসন সংখ্যা ২৫০টি করে।
৪) Bankura Sammilani Medical College, Bardhaman Medical College, Medinipur Medical College, Uttarbanga Medical College এ ২০০টি করে আসন ফাঁকা রয়েছে।
৫) অন্যদিকে রাজ্যের সব থেকে বড় হাসপাতাল ও মেডিক্যাল কলেজ SSKM হাসপাতালেও আসন সংখ্যা ২০০টি।
এছাড়াও নদিয়া জেলার J. N. Medical College, Maldaha Medical College, Murshidabad Medical College, Sagardutta Medical College এ আসন সংখ্যা ১২৫টি।
তবে মাত্র ১০০টি আসন সংখ্যা রয়েছে Coochbehar Medical College, Diamond Harbour Medical College, Purulia Medical College, Raiganj Medical College, Purulia Medical College এবং Rampurhat Medical College Hospital এ।
এদিকে নতুন করে দু’টি মেডিক্যাল কলেজ তৈরি করা হচ্ছে কলকাতার কাছেই। তার একটি সল্টলেকের সেক্টর ফাইভে (Saltlake Sector-V) এবং অন্যটি হবে নদিয়ার চাকদহে(Chakdaha)। দু’টিতেই আসন সংখ্যা ১৫০টি করে থাকবে। তবে এসবের সঙ্গে আরও সাতটি বেসরকারি মেডিক্যাল কলেজ (Non Government Medical College) রয়েছে।
-Written by Riya Ghosh