HomeEducation Newsস্থগিত হচ্ছে না NEET PG, আবেদন খারিজ করে সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট।

স্থগিত হচ্ছে না NEET PG, আবেদন খারিজ করে সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট।

স্থগিত হলো না NEET PG 2023, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পিজি পরীক্ষা সংক্রান্ত আবেদনকে কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। NEET PG 2023 পরীক্ষা স্থগিত করার জন্য আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার সুপ্রিম কোর্ট এই আবেদনকে খারিজ করে দিয়েছে এবং বিশেষ গুরুত্ব দেয়নি আবেদনকে। এমনকি এই আবেদনকে ডিসমিস করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।

ডিভিশন বেঞ্চের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এস ভাটকে সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিয়া জানিয়েছিলেন যে, এই পরীক্ষার এডমিট কার্ড সোমবারেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়সূচি মেনেই এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ই জুলাই ২০২৩ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হবে। ডিভিশন বেঞ্চকে জানানো হয় যে ভবিষ্যতে এই পরীক্ষা সংক্রান্ত নতুন সূচির কোন ডেট পাওয়া যাচ্ছে না। এরপরই পরীক্ষা স্থগিত করার আবেদনকে কার্যত খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। (NEET PG 2023 Update)

NEET PG 2023 পরীক্ষা স্থগিত করার আবেদন যারা করেছিলেন, তারা বলেছিলেন যে পরীক্ষার সময়সূচি ফেলা হোক 11 আগস্ট ২০২৩ তারিখের পরে। ইন্টার্নশিপের কাটঅফ ডেট এগিয়ে নিয়ে যাবার পরে নতুন তারিখ ঘোষণা করা হোক। ইন্টার্নশিপের কাট আপডেট ছিল ১১ই আগস্ট এবং পরীক্ষার দিন ছিল ৫ মার্চ। তাই তাদের অনুরোধ ছিল যদি পরীক্ষা প্রক্রিয়া ১১ আগস্ট তারিখের কাছাকাছি সময়ে করা যায়, তবে ভালো হয়।তবে আদালতের নির্দেশে এই আবেদন ডিসমিস হয়ে যাওয়ার পরে আপাতত পরীক্ষা স্থগিত হওয়ার কোন প্রশ্নই উঠছে না।

এবছর প্রায় ২ লক্ষ ৯ হাজার পড়ুয়া NEET PG 2023 পরীক্ষাতে বসার জন্য তাদের নাম নথিভুক্ত করেছেন। এরপর যদি পরীক্ষা স্থগিত করে পরবর্তী কোন দিন বিকল্প হিসেবে ভাবা হয়, তবে এনবিইর হাতে বিকল্প কোনো দিন ছিল না।

NEET PG 2023 পরীক্ষা শুরু হতে চলেছে ৫ মার্চ ২০২৩ তারিখ থেকে। উচ্চতর মেডিকেল কোর্সে ভর্তি হবার জন্য এই পরীক্ষায় বসেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। রাজ্য এবং দেশের একাধিক পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয় এই পরীক্ষার্থীর মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular