HomeJob updatesজাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা (Resident of West Bengal from any District) এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:

DH&FW/COB/5196

1. পদের নাম:

Clinical Psychologist

মোট শূন্যপদ:

৬ টি। (UR- ২ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC A- ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology/Clinical Psychology তে Post Graduate অথবা Applied Phychology এবং Clinical Psychology/Medical and Social Psychology তে Post Graduate Degree থাকতে হবে।
ii) প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

মাসিক বেতন:

প্রতিমাসে বেতন ৩০,০০০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

2. পদের নাম:

Community Nurse

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে Nursing Counsil of India অথবা West Bengal Nursing Counsil দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Psychiatric Nursing এ এক মাসের প্রশিক্ষণ সহ GNM কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।

মাসিক বেতন:

মাসিক বেতন ১৫, ০০০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

3. পদের নাম:

Multi Rehabilitation Workers

মোট শূন্যপদ:

৮ টি। ((UR- ৪টি, SC- ১ টি, ST- ১ টি, OBC A- ১ টি, OBC B- ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীর Physiotherapy তে Graduation Degree এবং কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে হাসপাতালে।

মাসিক বেতন:

মাসিক বেতন ১৮, ০০০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট (Print Out) বের করে পূরণ করে নিতে হবে।
iii) এবারে আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস (Important Documents) সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে (Sealed Envelope) ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
iv) আবেদনপত্রের উপর “Application for the post of ______) for CMOH Office Cooch Behar” কথাটি অবশ্যই লিখতে হবে। শূন্যস্থানে যে পদের জন্য আবেদন করবেন সেটির নাম লিখতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:

CMOH & Secretary,
Dist. Health & Family Welfare Samiti,
Cooch Behar,
Lalbag, Debibari Road,
Cooch Behar

আবেদন ফি:

i) GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
ii) SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদন ফি জমা করার ঠিকানা:

“DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR” ডিমান্ড ড্রাফটের (Demand Draft) মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular