অনেক মানুষই আছেন যাঁরা পুরনো নথিপত্র বা পুরনো জিনিস ভালোবাসেন। এইভাবেই পুরনো নথিপত্র বা Graphic ঘাঁটাঘাঁটি করতে করতে নিশ্চয়ই একবার না একবার মনে হয় যে কোন উপায়ে পরবর্তী প্রজন্মের জন্য সেগুলি সংরক্ষণ (Reserve) করা যায়? ইতিহাসের এই সমস্ত নথি (Documents) খুব দামী জিনিস। এগুলি বাঁচিয়ে রাখার উপায় বাতলে দিতে এসেছে ভারতের জাতীয় লেখ্যাগার অথবা School of Archival Studies, National Archives of India!
Reprography এর জন্য একটি Certificate Course করানো হচ্ছে প্রতিষ্ঠানে। সম্প্রতি School of Archival Studies, National Archives of India এর ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও (Notification) ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া। জানুন বিস্তারিত।
কোর্সের নাম:
Certificate Course
কোর্সের মেয়াদ:
কোর্সটি একটি স্বল্পমেয়াদী কোর্স। মাত্র দেড়মাসের জন্য করানো হবে এই কোর্সটি।
কোন কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে?
i) কোর্সটিতে প্রার্থীদের নথি এবং পাণ্ডুলিপির প্রতিলিপি তৈরির প্রশিক্ষণ (Training) দেওয়া হবে।
ii) এ ছাড়াও Microlifting, Automated Information Storage পরিচালনা, নথি পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ক্লাস শুরুর তারিখ:
আগামী ৪ সেপ্টেম্বর।
ক্লাস শেষের তারিখ:
ক্লাসটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
কোর্সের ফি:
কোর্স ফি ৩০০ টাকা।
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
ii) যদি প্রার্থী কোনোরকম প্রতিষ্ঠানের তরফে Sponser এর মাধ্যমে ভর্তি হতে আসেন, তাহলে সেই ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
আবেদনের যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Science এ অন্তত Second Division এ স্নাতক ডিগ্রি প্রাপ্ত (Graduation Degree) হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় (Address) পাঠিয়ে আবেদন জানাতে হবে।
আবেদন মূল্য:
আবেদন মূল্য বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ দিন:
আগামী ১৪ অগস্ট।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট (Website) দেখতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh