HomeJob updatesRKM Vacancy: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চাকরির নোটিশ, জানুন বিস্তারিত।

RKM Vacancy: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চাকরির নোটিশ, জানুন বিস্তারিত।

নরেন্দ্রপুরের Ramkrishna Mission School এ কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক এই কাজের জন্য আবেদন প্রক্রিয়া (Application Process) সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (Narendrapur Ramakrishna Mission Recruitment)

নোটিশ প্রকাশ:

14/07/2023

পদের নাম:

Accountant

শূন্যপদ:

1 টি।

আবশ্যিক যোগ্যতা:

i) প্রথমত আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই পুরুষ (Male) হতে হবে।
ii) আবেদনকারীকে নূন্যতম B.Com পাশ করে থাকতে হবে।
iii) পাশাপাশি Accounts, Computer Operation, Internet, Typing and E-Communication, Tally এবং G.S.T এর সাথে এবং অন্যান্য কর (Tax) সম্পর্কিত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান (Enough Knowledge) থাকতে হবে।

বয়সসীমা:

এই পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীকে মাসিক 17,550 টাকা করে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out) বের করে নিতে হবে প্রার্থীকে।
iii) এবারে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য যেমন পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা (Identification Card, Educational Qualification) ইত্যাদি দিয়ে পূরণ করে নিতে হবে।
iv) আবেদনপত্রটি ঠিকভাবে পূরণের পরে আবেদনপত্র এবং যাবতীয় নথি (Every Document) একসাথে সংযুক্ত করুন।
v) এরপর নিজের দুই কপি ছবি এবং সই (Two copies of Photo and Signature) সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি (Application Form) হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Ramakrishna Mission Vidyalaya
(A Residential School for boys with H. S. Section)
Narendrapur, Kolkata-700103

আবেদন মূল্য:

সকল প্রার্থীর আবেদন মূল্য (Application Fee) বাবদ 200 টাকা করে ধার্য করা হয়েছে।

আবেদনের তারিখ:

আগামী 28 জুলাই, 2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular