চাকরি প্রার্থীদের (Job Seekers) জন্য রয়েছে দারুণ একটি সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে Naroctics Control Bureau(NCB)-এ নেওয়া হবে কর্মী। সম্প্রতি সংস্থার তরফে এই বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Narcotics Control Bureau Recruitment)
নিয়োগকারী সংস্থা:
কেন্দ্রীয় তথা ভারত সরকারের তত্ত্বাবধানে Ministry of Home Affairs এর অধীনে Narcotics Control Bureau তে নিয়োগ করা হবে।
পদ:
Intelligence Officer
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 56 বছরের মধ্যে হতে হবে ।
মাসিক বেতন:
মাসিক বেতন 34,800/- টাকা।
আবেদন পদ্ধতি:
i) প্রার্থীকে অফলাইনের (Offline) মাধ্যমে আবেদন জানাতে হবে।
ii) ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড (Download the Application Form) করে নিজের যাবতীয় তথ্য (Every Document) দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 16 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।
আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh