HomeJob updatesরাজ্যের বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। রাজ্যের বিভিন্ন ব্লকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশে (Higher Secondary Passed) ভলেন্টিয়ার নিয়োগের (Volunteer Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হল। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) সংশ্লিষ্ট ব্লকগুলি থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে হলে পড়ুন আজকের প্রতিবেদনটি।

Employment No.:

01(PLV)/2023

পদের নাম:

Para Legal Volunteer

মোট শূন্যপদ:

৩৬ টি

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Passed) সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা (Knowledge about Computer Work) থাকলে তবেই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে দৈনিক হাজিরা অনুযায়ী প্রতিদিন ৫০০/- টাকার হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটির মধ্যে পাওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Application Download) করে নিতে হবে।
iii) তারপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে (Sealed Envelope) ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:

The Secretary,
District Legal Service Authority,
Nadia, ADR Centre,
District Judges Court Compound,
Krishnanagar, Nadia,
Pin- 741101

আবেদনের শেষ তারিখ:

১২ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link-

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular