HomeJob updatesউচ্চমাধ্যমিক পাশে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে চাকরি, জেনে নিন বিস্তারিত।

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে চাকরি, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক উত্তীর্ণরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। (Murshidabad Social Welfare Recruitment)

সমাজকল্যাণ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

প্যারা মেডিকেল স্টাফ:
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
কাউন্সিলর
প্যারা মেডিকেল স্টাফ
অফিসার ইনচার্জ

মাসিক বেতন-

প্যারা মেডিকেল স্টাফ: ১২০০০ টাকা।
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার: ২৩১৭০ টাকা।
কাউন্সিলর: ২৪১৭০ টাকা।
অফিসার ইনচার্জ: ৩৩১০০ টাকা।

আবেদন শেষ-

16/08/2023

বয়সসীমা-

২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগে আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা এবং নিম্নসীমা আলাদা আলাদা রয়েছে। এই জন্য আপনারা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার চেক করে নেবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • প্যারা মেডিকেল স্টাফ: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে।
  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর: সোশ্যাল ওয়ার্ক/পাবলিক হেলথ/ সোশিয়লজি/ সোশ্যাল সাইন্স ইত্যাদি যেকোনো ক্ষেত্রে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
  • অফিসার ইনচার্জ: সোশ্যাল ওয়ার্ক/ সোশিয়লজি/ চাইল্ড ডেভলপমেন্ট ইত্যাদি যেকোনো ক্ষেত্রে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন(Offline Recruitment) করতে হবে।

অফলাইনে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। নোটিফিকেশনের নিচে থাকা আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটি পূরণ করতে হবে। আবেদনপত্রর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করার পর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা- 

District Child Protection Unit
Basement Southern part, Room No-1
OIIice of the District Magistrate
New Administrative Building
Berhampore, Murshidabad
West Bengal. Pin- 742101

Important Links:

Official Notification: Click Here
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular