HomeJob updatesরাজ্যের কন্যাশ্রী প্রকল্পে কর্মখালি, জানুন বিস্তারিত।

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে কর্মখালি, জানুন বিস্তারিত।

মুর্শিদাবাদের কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Prakalpa) চুক্তিভিত্তিক ভাবে দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (Murshidabad Kanyashree Prakalpa Recruitment)

পদের নাম:

i) Accountant
ii) Data Manager

শূন্যপদ:

i) Accountant: 01
ii) Data Manager: 08

বয়সসীমা:

উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

আবশ্যিক যোগ্যতা:

A) Accountant:
i) এই পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Commerce বিষয়ে স্নাতক (Graduated) হতে হবে।
ii) প্রার্থীর MS Office এর সমস্ত বিষয়ে জ্ঞান (Knowledge) থাকতে হবে।
iii) প্রার্থীর Tally, Spread Sheet ইত্যাদি বিষয়েও ভালো মত দক্ষতা (Capabilities) থাকতে হবে।
iv) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

B) Data Manager:
i) প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduated) হতে হবে।
ii) প্রার্থীর Cpmputer এর বিষয়ে ভালো মত জ্ঞান থাকতে হবে এবং Typing Speed মিনিটে ৩০ টি অক্ষর Type করার মতো যেনো হয়।
iii) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে প্রার্থীর।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বেতনক্রম:

i) Accountant:
এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ১৫ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) Data Manager:
এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ১১ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

বিঃ দ্রঃ: একজন প্রার্থী একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করার জন্য প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট ঠিকানায় (Address) পাঠিয়ে দিতে হবে। অথবা আপনি পোষ্ট অফিসের (Post Office) মাধ্যমেও পাঠাতে পারেন।

আবেদনপত্র জমা দেবার ঠিকানা:
Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Colleclorate,
New Building at Berhampore,
Barrack Square, Murshidabad, PIN- 742101

আবেদন শেষের তারিখ:

আগামী ৪ অগাস্ট ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত।

কী কী Documents লাগবে আবেদনপত্র পূরণ করার জন্য?

বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে (Notification) বলা হয়েছে।

নিয়োগ পদ্ধতি:

উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীদের লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular