এবার থেকে জয়েন্ট এন্ট্রান্স এর কাউন্সেলিং প্রক্রিয়ায় যে সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করবেন, তারা নিজেদের পছন্দ চূড়ান্ত করার আগেই জানতে পেরে যাবেন। এবছর থেকেই পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে ‘মক-অ্যালটমেন্ট’ পক্রিয়া।
গত শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের(Joint Entrance Board) চেয়ারম্যান মলয়েন্দু সাহা এই বিষয়টি সম্পর্কে জানান। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর (APAI) তরফে আয়োজন করা একটি প্রি কাউন্সিলিং ফেয়ার অনুষ্ঠানে তিনি জানান যে এবার চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এর মাঝে একটা সময় দেওয়া হবে। এই সময়ে ছাত্রছাত্রীরা একটা ‘মক-অ্যালটমেন্ট’ দেখতে পারবেন। তাঁদের আসন সংখ্যার ভিত্তিতে তাঁদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে, পছন্দ তার একটা মহড়া আমরা দেখাতে পারব। যদি দেখা যায়, পড়ুয়া নিজের পছন্দসই প্রতিষ্ঠান বা বিষয় পাচ্ছেন না, তাহলে প্রথম দফার আসন বরাদ্দের আগেই তাঁরা নিজেদের পছন্দে রদ বদল করতে পারবেন। তারপরই চয়েস লক করবেন।”
Joint Entrans Advanced এর দ্বিতীয় দফার কাউন্সিলিং শেষ হবে আগামী ১১ জুলাই। তারপরে আবার কাউন্সিলিং শুরু হবে ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীদের চলে যাওয়ার যে গ্যাপ তৈরি হয়, সেটা আর হবে না।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আগামী কাউন্সেলিং এর জন্য প্রস্তুতি সম্পূর্ন। সিট ম্যাট্রিক্স তৈরি হওয়ার পাঁচ দিনের মধ্যেই কাউন্সিলিং শুরু করা যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। মক কাউন্সিলিং এর শেষ দফার আগে নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের।