কেন্দ্রীয় সংস্থা Broadcast Engineering Consultants India Limited বা সংক্ষেপে BACIL এর তরফে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকে (Ministry of Tribal Affairs) নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। আপনি এই নিয়োগের বিষয়ে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। (BECIL Recruitment)
পদের নাম:
i) Content Writer (English/Hindi/Native Language)
ii) Social Media Executive (English/Hindi)
শূন্যপদের সংখ্যা:
৩টি।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন যথাক্রমে ৬০,৩৮৮ টাকা এবং ৫৩,৯৫৭ টাকা।
আবশ্যিক যোগ্যতা:
i) উভয় পদের জন্যই প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে এবং সংশ্লিষ্ট পদে চাকরির পাঁচ থেকে সাত বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
ii) অন্যান্য যোগ্যতা জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়তে পারেন।
iii) যাঁরা স্থানীয় বাসিন্দা (Permanent Resident) এবং যাঁরা বর্তমানে সমগোত্রীয় কোনও বিভাগে চাকরি করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
প্রার্থী যে পদের জন্য আবেদন করছেন সেই পদের উপর নির্ভর করে প্রার্থীদের Skill Test/Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী আবেদনকারীরা BECIL-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন।
আবেদন ফি:
i) আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি ক্যাটাগরিভুক্ত, এক্স-সার্ভিসম্যান, মহিলা প্রার্থীদের (Unreserved, OBC Category, Ex-serviceman, Female Candidates) ৮৮৫ টাকা ধার্য করা হয়েছে।
ii) সংরক্ষিত শ্রেণিভুক্ত (Reserved Category) প্রার্থীদের ৫৩১ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ দিন:
আগামী ৬ অগস্ট।
এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh