HomeJob updatesকেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের দপ্তরে চাকরি, আবেদন চলছে

কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের দপ্তরে চাকরি, আবেদন চলছে

ভারত সরকারের পানীয় জল ও স্যানিটেশন বিভাগের তরফে Ministry of Drinking Water and Sanitation Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জল শক্তি মন্ত্রনালয়ের তরফে ডিরেক্টর এন্ড হেড অব ইন্সটিটিউট পদে নিয়োগ করা হবে।

Ministry of Jal Shakti Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো হবে। অফিশিয়াল ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। ইতিমধ্যেই অফলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।

Ministry of Jal Shakti Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

Director & Head of Institute

মোট শূন্যপদ-

এখানে 01 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

পে লেভেল- 14 অনুযায়ী (1,44,200-2,18,200/- টাকা) বেতন দেওয়া হবে।

আবেদন শুরু- 18/02/2023

আবেদন শেষ- 20/03/2023

বয়সসীমা-

উক্ত পদে আবেদনের জন্য 58 বছরের কম বয়স হতে হবে।

আবশ্যিক যোগ্যতা-

  • এই পদে আবেদনের জন্য B.Tech/M.Tech/M.Sc করা থাকতে হবে।
  • বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

আবেদন মূল্য-

এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110 003
  • অফিশিয়াল ই-মেইলঃ vikas.sri@nic.in / jha.sumit@gov.in
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অফলাইনে আবেদন করার শেষ তারিখ 20/03/2023

Important Links

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular