চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি Ministry Of Environment, Forest And Climate Change ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে দুই লক্ষ টাকারও বেশি।
ভারতের যে কোন রাজ্যের নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে আবেদনের যোগ্য।
MINISTRY OF ENVIRONMENT, FOREST AND CLIMATE CHANGE RECRUITMENT 2023 এর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি থেকে সমস্ত বিষয়গুলি আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।।
পদের নাম-
প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি
সেকশন অফিসার
অ্যাসিস্ট্যান্ট
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর
আপার ডিভিশন ক্লার্ক
আবেদন শুরু-
02/08/2023 তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে এই দিন থেকেই আবেদন করা যাচ্ছে।
আবেদন শেষ-
নোটিশ প্রকাশিত হওয়ার ৪৫ দিন পর্যন্ত আবেদন করা যাবে।
মাসিক বেতন-
- Principal Private Secretary- Rs. 67700 to Rs. 208700
- Section Officer- Rs. 44900 to Rs. 142400
- Assistant- Rs. 35400 to Rs. 112400
- Junior Hindi Translator- Rs. 9300 to Rs. 34800
- Upper Division Clerk- Rs. 25500 to Rs. 81100
বয়সসীমা-
সর্বোচ্চ ৫৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা-
- Section Officer- যে কোন স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Assistant- যে কোন স্বীকৃত university থেকে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
- অন্যান্য পদগুলির শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন পদ্ধতি-
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র পূরণ করে তার সাথে প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্য যুক্ত করতে হবে এবং তা নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Dy. Director General of Forests (Central)
Ministry of Environment Forest and Climate Change, Regional Office,
New Secretariat Building, Civil Lines,
Nagpur, 440001