Ministry of Culture এর অধীনে Anthropological Survey of India তে Group-C পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। আবেদনে ইচ্ছুক হলে আজকের এই প্রতিবেদনটি ভালোভাবে শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম:
Senior Secretariat Assistant
শূন্যপদ:
মোট 4 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনে ইচ্ছুক হলে আবেদনকারী প্রার্থীদের স্নাতক এবং কেন্দ্রীয় সরকারি কর্মী (Graduated and Central Government Employee) হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 56 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 25,500 – 81,100 টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে।
কাজের সময়সীমা:
3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদন করার জন্যে প্রথমে অফিসিয়াল নোটিশটি (Official Notice) ডাউনলোড করে নিতে হবে।
iii) নোটিশের 2 নং পাতাতে আবেদনপত্রটি পাবেন। সেটি প্রিন্ট (Print) করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি পূরণ করতে হবে।
iv) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ নিজের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত করতে হবে।
v) এরপর নিজেদের দুই কপি ছবি এবং সই (Two Copies of Photograph and Signature) সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা:
Director, Anthropological Survey of India, Government of India, Ministry of Culture, 27, Jawaharlal Nehru Road, (Indian Museum Campus), Kolkata – 700016
আবেদনের তারিখ:
আগামী 22 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh