HomeJob updatesখনি মন্ত্রণালয়ে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

খনি মন্ত্রণালয়ে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

ভারত সরকারের খনি মন্ত্রণালয়ের(Ministry of Mines, Government of India) তরফ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৪ টি শুন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে।

ভারতের যেকোনো রাজ্য থেকেই আবেদনকারীরা শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য।

MECL Recruitment 2023 এর আবেদন পদ্ধতি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা-

Mineral Exploration & Consultancy Limited

পদের নাম-

Technician (Survey & Draftsman)
Electrician
Assistant (HR)
Technician (Sampling)
Technician (Laboratory)
Assistant (Accounts)

মোট শূন্যপদ-

মোট ৯৪ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোন বিভাগে কতজন প্রার্থী নিয়োগ করা হবে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন শুরু-

21/08/2023

আবেদন শেষ-

20/9/2023

বয়সসীমা-

১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন-

২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকা।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা-

Technician (Survey & Draftsman): মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Electrician: মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি ও Wireman সার্টিফিকেট থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Assistant (HR): BA/B. Com/B.Sc./BBA/ BBM/BSW উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কম্পিউটারে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।

Technician (Sampling): B.Sc উত্তীর্ন হলে আবেদন করতে পারবেন। Drill Core/Mine Sampling -এ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Technician (Laboratory): Chemistry/Physics/ Geology বিষয়ে B.Sc উত্তীর্ন হলে আবেদন করতে পারবেন। Chemical/ Petrological/Mineralogical -এ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

Assistant (Accounts): B.Com. উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Tally software এর কাজ জানা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

MECL এর অফিসিয়াল ওয়েবসাইট mecl.co.in এ ভিজিট করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করে Login করে ফর্ম ফিলাপ করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড এবং আবেদন মূল্য জমা দিতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular