উৎসবের মুখেই দুঃসংবাদ, বড়ো খারাপ খবর অপেক্ষা করছে সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য। হারাবেন বহু প্রাথমিক শিক্ষক, বলা ভালো অযোগ্য প্রাথমিক শিক্ষক। টেট মামলায়(Tet Case) এমনই কড়া সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)।
বিচারপতি অমৃতা সিনহা(Justice Amrita Sinha) নির্দেশ দিয়েছেন, প্রাথমিকের শূন্যপদে অযোগ্য প্রার্থীদের সরিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। মোট ৯৪ জন অযোগ্য প্রাথমিকের শিক্ষকদের চাকরি বাতিল(West Bengal Primary Teacher Job Termination) এর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও উচ্চ আদালতের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে(Primary Education Department) নির্দেশ দেওয়া হয়েছে ২০১৬ ও ২০২০ সালের টেটের মেধাতালিকা নম্বর-সহ প্রকাশ করার। এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন বেআইনি ভাবে কাজ পাওয়া অযোগ্য শিক্ষকদের দ্রুত অপসারিত করে নতুন যোগ্য প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে।
আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে মেধাতালিকা। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন প্রাথমিকের বহু প্রার্থী আছেন যারা যোগ্য, তবে এখনও বেকার। দুর্নীতির কারণে তারা চাকরি পাননি। তাদের অতি দ্রুত নিয়োগ করতে হবে।
সবমিলিয়ে এই খবর যোগ্য প্রার্থীদের কাছে কোনো দুঃসংবাদ তো নয়ই, বরং সুসংবাদ। ৯৪ জন অযোগ্য শিক্ষক এর চাকরি বাতিলের পাশাপাশি ৯৪ জন বা তারও বেশি যোগ্য প্রার্থী এবার সুযোগ পাবেন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার।