HomeJob updatesমাধ্যমিক পাশে রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

মাধ্যমিক পাশে রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের District Court Department এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের জন্য ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই হবে। আবেদন করুন নুন্যতম মাধ্যমিক পাশে। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত। (Malda District Court Recruitment)

Employment No.:

01/G/2023

১. পদের নাম:

Stenographer (Grade-II)

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতকোত্তীর্ণ (Post Graduated) হওয়ার সঙ্গে কম্পিউটার অপারেটিং (Computer Operating) বিষয়ে সার্টিফিকেট কোর্স (Certificate Course) সম্পূর্ণ করে থাকতে হবে।
ii) আবেদনকারীর Typing Speed ন্যূনতম 40wpm হতে হবে।

মাসিক বেতন:

রাজ্য সরকারের বেতন কমিশনের লেভেল ১৩ অনুযায়ী এই পদের মাসিক বেতন ৩৭,১০০/- টাকা থেকে ৯৫,৫০০/- টাকা।

২. পদের নাম:

Stenographer (Grade-III)

মোট শূন্যপদ:

৫ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীর যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক (Madhyamik) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে কম্পিউটার টাইপিং (Computer Typing) এর নূন্যতম দক্ষতা সহ কম্পিউটার অপারেটিং (Computer Operating) বিষয়ে সার্টিফিকেট (Certificate) থাকতে হবে।

মাসিক বেতন:

রাজ্য সরকারের বেতন কমিশনের পে লেভেল ১০ অনুযায়ী এই পদের মাসিক বেতন ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা।

বয়সসীমা:

উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রার্থীকে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলি একটি মুখবন্ধ খামে ভরে জেলার নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Chairman, District Recruitment Committee,
Malda Judgeship, P.O & Dist. Malda,
Pin- 732 101 (West Bengal)

আবেদনের শেষ তারিখ

আগামী ১২ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular