যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন রকম চাকরির খোঁজ করছেন, তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হিসাবে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের বেশ কয়েক ধরনের পদে নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিমাসে থাকছে মোটা অংকের বেতন। (Malda DCPU Recruitment)
রাজ্যের যে কোন জেলা থেকেই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলেদের সাথে সাথে মেয়েরাও শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি,বয়স সীমা, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত বিষয়গুলি আরো বিশদে জানতে পারবেন।
পদের নাম-
ডেটা এন্ট্রি অপারেটর
বেঞ্চ ক্লার্ক
ডেটা অ্যানালিস্ট
DCPO
মাসিক বেতন-
- ডেটা এন্ট্রি অপারেটর: মাসিক গড় বেতন সর্বনিম্ন 11,916/- টাকা।
- বেঞ্চ ক্লার্ক:গড় বেতন সর্বনিম্ন 13,500/- টাকা।
- ডেটা অ্যানালিস্ট:গড় বেতন 18,536/- টাকা।
- DCPO:মাসিক গড় বেতন সর্বনিম্ন 44,023/- টাকা।
আবেদন শেষ-
০২/০৬/২০২৩
বয়সসীমা-
- ডেটা অ্যানালিস্ট: 18 থেকে 35 বছর।
- ডেটা এন্ট্রি অপারেটর: 18 থেকে 35 বছর।
- বেঞ্চ ক্লার্ক: 21 থেকে 40 বছর।
- DCPO: 18 থেকে 45 বছর।
আবশ্যিক যোগ্যতা-
- ডেটা এন্ট্রি অপারেটর: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেঞ্চ ক্লার্ক: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- ডেটা অ্যানালিস্ট: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতক পাশ করে থাকতে হবে।
- DCPO: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি-
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
প্রার্থীর অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নম্বর, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড সাইজ ছবি দরকার হবে।
Important Links
- Official Notification: Download Now
- Apply Online: Click Here
- Official Website: Click Here