HomeJob updatesরাজ্যের আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের মালদা জেলা আদালতের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাস গেলে পাবেন মোটা টাকার বেতন। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Malda Court Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

জেলা আদালত, মালদা (District Court, Malda)

পোস্টের নাম:

i) Stenographer Grade II
ii) Stenographer Grade III

শূন্যপদের সংখ্যা:

06টি।

আবশ্যিক যোগ্যতা:

i) Stenographer Grade II:
a) আবেদনকারী প্রার্থীদের Computer এ Certificate সহ Graduated হতে হবে।
b) প্রার্থীর Typing Speed 40 wpm এবং Short Hand Speed এ 100 wpm হতে হবে।

ii) Stenographer Grade III:
a) এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের নুন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Passed) করে থাকতে হবে এবং Computer এ Certificate সহ কোর্স করে থাকতে হবে।
b) প্রার্থীর Typing Speed 30 wpm হতে হবে এবং Short Hand Speed 80 wpm হতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

i) Stenographer Grade II : 37,100-95,500/- (লেভেল 13)
ii) Stenographer Grade III : 32,100/- 82,900/- ( স্তর – 10)

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য মালদা আদালতের ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনের ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
iii) এবার প্রার্থীর নিজের সমস্ত জরুরি তথ্য সমেত আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন ফি:

i) Unreserved Category: 800
ii) SC/ST/PWD Category: 600
আবেদন মূল্য ব্যাঙ্ক মারফত পাঠাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :

i) পেপার I- 400 নম্বর
ii) পেপার II- 100 নম্বর
iii) পেপার III- 100 নম্বর

Exam Syllabus:

i) পেপার I:
Dictation and Transcription ( 6 মিনিটের জন্য ডিকটেশনের পরে প্রার্থীদের হাতে লেখার নোটের প্রতিলিপি এক ঘন্টার জন্য)

ii) পেপার II:
General English (শব্দের বানান সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ বাক্যাংশ, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ এবং বিরাম চিহ্নের ব্যবহার)

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

iii) পেপার III:
Computer Typing Test

আবেদনের শুরুর তারিখ :

11/09/2023

আবেদনের শেষ তারিখ :

12/10/2023

পরীক্ষার তারিখ:

পরে জানিয়ে দেওয়া হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের (Admit Card Download) তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে আদালতের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular