HomeJob updatesমাসিক বেতন ৩১,০০০ টাকা! MAKAUT-এ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

মাসিক বেতন ৩১,০০০ টাকা! MAKAUT-এ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

আপনার যদি বায়োটেকনোলজি নিয়ে গবেষণা করার ইচ্ছা থাকে, তাহলে সেই সুযোগ দিচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি(Maulana Abul Kalam Azad University of Technology – MAKAUT)। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বায়োটেকনোলজি রিসার্চ ডিপার্টমেন্টে CRS Project Fellow নিয়োগ করা হবে। প্রতি মাসে দেওয়া হবে মোটা অংকের বেতন।

পশ্চিমবঙ্গের যে কোন রাজ্য থেকেই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। MAKAUT Recruitment 2023 এ আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হলো।

পদের নাম-

প্রজেক্ট ফেলো (জুনিয়র ১ বা ২)

শূন্যপদ-

১ টি

মাসিক বেতন-

মাসিক বেতন হবে ৩১,০০০ টাকা।

আবেদন শেষ-

05/08/2023

বয়সসীমা-

২৮ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন-

প্রজেক্ট ফেলো জুনিয়র ১ পদে নিয়োগ করা হলে বেতন হবে ১৪ হাজার টাকা। এবং প্রজেক্ট ফেলো জুনিয়র ২ পদে নিয়োগ করা হলে বেতন দেওয়া হবে ৩১ হাজার টাকা। পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত খরচ দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া-

যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে বাছাই করার পর ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে নিয়োগ কাল বেড়ে তিন বছর পর্যন্ত হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা-

স্নাতকোত্তরের ন্যূনতম ৫৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন l। নেট বা সেট পাশ করা থাকলে অথবা মাইক্রোবায়োলজি নিয়ে যদি পূর্বে কোন কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগের সময় অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। সেটি পূরণ করে তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট মেল আইডিতে পাঠাতে হবে।

Important Link-

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular