HomeEducation News১২ বছর পর প্রকাশিত হতে চলেছে মাদ্রাসার গ্রুপ-ডি পরীক্ষার রেজাল্ট, জানুন বিস্তারিত।

১২ বছর পর প্রকাশিত হতে চলেছে মাদ্রাসার গ্রুপ-ডি পরীক্ষার রেজাল্ট, জানুন বিস্তারিত।

সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ নিয়ে বড় নির্দেশ দেওয়া হল। প্রকাশ পেতে চলেছে মাদ্রাসার গ্রুপ ডি (Madrasa Group-D Result) পরীক্ষার ফলাফল। বহুদিন ধরেই মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ নিয়ে জটিলতা চলছে। পরীক্ষা হলেও ফল প্রকাশ করা হয় না। এছাড়া নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় জটিলতা আরও বেড়েছে দিনের পর দিন। পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করার দাবী জানিয়ে আসছিলেন। গ্রুপ ডি পরীক্ষার(Group-D Exam) প্রিলিমিনারি পরীক্ষা(Madrasa Group D Preliminary Exam 2010) হয়েছিল ১২ বছর আগে। তারপর ১২ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি মাদ্রাসার পক্ষ থেকে। আর এই কারণেই আদালতে মামলা দায়ের করা হয়েছিল।

এই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী ৬ মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১০ সাল নাগাদ সুইপার, ক্লার্কস সহ একগুচ্ছ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ২০১০ সালের নভেম্বর মাসে গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়। ২০১১ সালের মার্চ মাসে লিখিত পরীক্ষা হয়। তৎকালীন সময়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তবে দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও পরীক্ষার ফলাফল প্রকাশ করতে উদ্যোগী হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন(Madrasa Service Commission)। দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীরা তাদের ফলাফলের অপেক্ষা করলেও মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল বিপুল পরিমাণ পরীক্ষার্থীর কারণে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি চলছিল নিয়োগ দুর্নীতির প্রভাব। এই কারণে স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া একেবারেই থমকে যায়।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

তবে আদালতের রায়-এ আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ ১২ বছর পর তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে চলেছে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই অবিলম্বেই ফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আগামী ছয় মাসের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular