HomeJob updatesরাজ্যের মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রাজ্যের মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

উত্তর 24 পরগণার একটি বেসরকারি স্কুলে (Private School) শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (North 24 Parganas Teacher Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

লোকনাথ মিশন বিদ্যানিকেতন (Loknath Mission Vidya Niketan)

পদের নাম:

প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

শূন্যপদের সংখ্যা:

এখনো এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়নি।

চাকুরি স্থান:

উত্তর 24 পরগণা (North 24 Parganas)

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারীকে অবশ্যই মহিলা (Female Candidate) হতে হবে।
ii) আবেদনকারী প্রার্থীরা Montessori Trained/D.El.Ed/B.Ed Training প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

বয়সসীমা:

বিজ্ঞপ্তিতে বয়সের সীমারেখা সম্পর্কে কোনো উল্লেখ নেই।

মাসিক বেতন:

আলোচনাসাপেক্ষ

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে স্কুলের ওয়েবসাইটে (Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) ডাউনলোড করে নিতে হবে।
iii) এবারে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ভালোভাবে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
iii) নিজের সমস্ত তথ্যও স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে ইমেল মারফত।

আবেদনের শুরুর তারিখ :

30/08/2023

আবেদনের শেষ তারিখ :

এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এই নোটিশটি ৩০/০৮/২০২৩ তারিখের আনন্দবাজার পত্রিকার দ্বিতীয় পেজে প্রকাশিত হয়েছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular